নানা অনুষ্ঠানে সার্থক চাঁদপাড়ার সুচেতনা বাংলা চর্চা কেন্দ্রের বার্ষিক মিলনোৎসব
নীরেশ ভৌমিক : বিগত বছরগুলির মতো এবারও চাঁদপাড়ার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সুচেতনা বাংলা চর্চা কেন্দ্রের বার্ষিক মিলন উৎসব অনুষ্ঠিত হয় গত ১৩ অক্টোবর স্থানীয় কাকলি অনুষ্ঠান গৃহে। এদিন অপরাহ্নে মঙ্গলদীপ প্রজ্জ্বলন করে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট অধ্যাপক ডঃ সুবীর সেন, উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের অভিভাবক সহ শিক্ষানুরাগী মানুষজন।
সুচেতনা বাংলা শিক্ষা প্রতিষ্ঠানের প্রাণপুরুষ প্রথিত যশা বাংলা শিক্ষক উপস্থিত সকলকে স্বাগত জানান। উপস্থিত সকলে সুচেতনা বাংলা চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত মনোজ্ঞ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের এই মিলন উৎসবের ভূয়সী প্রশংসা করেন। পড়ুয়া গণ অনুষ্ঠানে উপস্থিত তাদের অভিভাবক’গণকেও পুষ্পস্তবকে বরণ করে নেন।
আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সদস্য শিক্ষার্থীগণ সংগীত, আবৃত্তি ও নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করেন। সঙ্গীত শিল্পী দীপা দাস, সৃজা মজুমদার, প্রীতি বিশ্বাস চিত্রলেখা সরকার এবং অতিথি শিল্পী ও বিশিষ্ট সংগীত শিক্ষিকা অনিন্দিতা সাহার সংগীতানুষ্ঠান সমবেত দর্শক ও শ্রোতৃমন্ডলীর উচ্চসিত প্রশংসা লাভ করে।
তবলায় অগ্নিদীপ্ত দাস, শুভদীপ সরকার, শুভদীপ দত্ত, অর্গানে রঞ্জন চক্রবর্তী, পার্কেসনে দেবার্ঘ্য ঘোষ ও গিটারে সৌমিত্র সরকার শিল্পীদের সহযোগিতা করেন। বিশিষ্ট বাচিক শিল্পী জয়ী সাঁতরার পরিচালনায় আলাপ আবৃত্তি চর্চা কেন্দ্রের শিল্পীদের আবৃত্তির অনুষ্ঠান ছাড়াও স্থানীয় অঙ্গহার ড্যান্স একাডেমীর শিল্পীদের নৃত্যানুষ্ঠান উপস্থিত দর্শক মন্ডলীকে মুগ্ধ করে।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের সেরার সেরা মেধা সম্মানে ভূষিত করা হয়। বিগত মাধ্যমিকে ৩ টে বিষয়ে ১০০ তে ১০০ পাওয়া রাজু মন্ডল ও উচ্চ মাধ্যমিকে সেরা দীপন দেবনাথকে বিশেষ সম্মাননা জ্ঞাপন করা হয়।
পুরস্কার তুলে দিয়ে শুভেচ্ছা ও আশীর্বাদ জানান পড়ুয়াদের মা’য়েরা। নীলাঞ্জনা সাহা, পর্ণা রায় ও জয়ী সাঁতরার সঞ্চালনার মুন্সিয়ানায় সুচেতনা বাংলা চর্চা কেন্দ্র আয়োজিত এদিনের সমগ্র অনুষ্ঠান বেশ মনোগ্রাহী হয়ে ওঠে।