নানা অনুষ্ঠানে সার্থক ঢাকুরিয়া ঐক্যতানের বসন্ত উৎসব
নীরেশ ভৌমিক : বিগত বছরগুলির মত এবারও মহাসমারোহে বসন্ত উৎসব পালন করে চাঁদপাড়ার ঢাকুরিয়া ঐক্যতান আবৃত্তি চর্চা কেন্দ্র। ২৬ শে মার্চ ঐক্যতান প্রতিষ্ঠানের ঢাকুরিয়া ও ঠাকুরনগর শাখা সম্মিলিতভাবে উৎসবে অংশগ্রহণ করে।
এদিন সকালে প্রতিষ্ঠানের কর্ণধার মলিনা সাহার উদ্যোগে ও ব্যবস্থাপনায় আয়োজিত বসন্ত উৎসবে প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ সহ বহু বিশিষ্ট মানুষজন উৎসব প্রাঙ্গনে উপস্থিত হন। বিশিষ্ট সঙ্গীত শিল্পী ঝর্ণা মন্ডল কবিগুরুর প্রতিকৃতিতে ফুল-মালা অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। ঝর্ণা দেবীর গাওয়া সংগীতের মধ্য দিয়েই উৎসবের সূচনা হয়।
সংস্থার সদস্য কচিকাঁচারা হলদে বসনে উৎসব প্রাঙ্গণকে আকর্ষণীয় করে তোলে। উপস্থিত সকলকে নানা রঙের আবিরে রাঙিয়ে দেয় ঐক্যতানের শিক্ষার্থীরা। সুসজ্জিত অঙ্গন মঞ্চে প্রতিষ্ঠানের ছাত্র – ছাত্রীরা সঙ্গীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে। শিক্ষার্থীদের সমবেত কন্ঠের সঙ্গীত ও আবৃত্তি উৎসব প্রাঙ্গণকে মুখরিত করে তোলে।
গাইঘাটার রামকৃষ্ণ আশ্রম থেকে আগত আবাসিক ছাত্রদের লোকনৃত্যের অনুষ্ঠান উপস্থিত সকল দর্শক ও শ্রোতৃমন্ডলীর প্রশংসা লাভ করে। নৃত্য প্রশিক্ষক কৃষ্ণ বণিকের নৃত্যানুষ্ঠান দর্শক মন্ডলীকে মুগ্ধ করে। উৎসবে বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত ছিলেন, সংস্কৃতিপ্রেমী বিদ্যুৎকান্তি মন্ডল, নৃত্য শিল্পী অপূর্ব লাল গাইন, শাশ্বতী দাস পাহাড়, ঝর্ণা ঘোষ মন্ডল,
নাট্য ব্যক্তিত্ব মিন্টু মজুমদার, সঙ্গীত শিল্পী মানবেন্দ্র হালদার, বিশিষ্ট তবলা বাদক পার্থ ঘোষ ও দীপক মজুমদার, সংস্কৃতিপ্রেমী পরিমল কর সহ বহু বিশিষ্টজন। ঐক্যতানের শিক্ষিকা স্বনামধন্যা বাচিক শিল্পী মলিনা সাহা উপস্থিত সকল বিশিষ্টজনদের স্বাগত জানান।
সমগ্র অনুষ্ঠানকে সার্থক করে তুলতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সংস্কৃতি প্রেমী শিক্ষক শংকর নাথ ও অলকা মন্ডল সহ আরো অনেকে। সংস্কৃতি প্রেমী সূর্যকান্ত সরকারের পরিচালনায় অনুষ্ঠিত সমগ্র অনুষ্ঠান বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।