নানা অনুষ্ঠানে সার্থক তরুণ দলের দীপাবলী উৎসব।
নীরেশ ভৌমিক : চাঁদপাড়ার চাকুরিয়া তরুণ দল আয়োজিত ৫১তম বর্ষের শ্রী শ্রী শ্যামাপূজো ও উৎসব নানা অনুষ্ঠানে আকর্ষনীয় হয়ে ওঠে। দক্ষিণ আফ্রিকার ‘অপেরা কটেজ’ এর অনুকরণে বাঁশ,কাঠ ও পাটকাঠি দিয়ে নির্মিত পূজো মণ্ডপ এর দর্শনীয় শিল্পকাজ দর্শনার্থীদের মুগ্ধ করে। কৃষ্ণনগরের মৃৎ শিল্পী কানাইলাল ঘোষের মাতৃ প্রতিমা এবং ঝাউডাঙার বিশ্ব অডিও এ্যান্ড সাউন্ড এর দর্শনীয় আলোক সজ্জা দর্শক সাধারণের প্রসংসা লাভ করে।
বিকেল থেকে গভীর রাত অবধি অগনিত দর্শক সমাগমে পূজো প্রাঙ্গন মুখরিত হয়ে ওঠে। ১১ নভেম্বর সন্ধ্যায় সাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তরুণদল আয়োজিত ৫১ তম বর্ষের শ্যামাপূজা ও দীপাবলী উৎসবের সূচনা করেন রামকৃষ্ণ সেবাশ্রমের ব্রহ্মচারীণী অসীমা মাতাজি। উদ্বোধনের সন্ধ্যায় অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে ছিলেন, গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাকচি, সহ-সভাপতি গোবিন্দ দাস, চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান দীপক দাস সহ আরোও অনেকে।
উৎসবের দিনগুলোতে বনগাঁর সাংসদ তথ্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ও স্থানীয় বিধায়ক স্বপন মজুমদার, ফলতা ব্লকের জয়েন্ট বিডিও সঞ্জয় ঘোষ ও এবং বনগাঁ মহাকুমা আদালতের বর্ষিয়ান আইনজীবী সুকমলেন্দু সাহা ও পুরস্কার প্রাপ্ত ইঞ্জিনিয়ার দেবাশিষ রায় সহ বহু বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
ক্লাব সভাপতি- বিশ্বজিৎ ঘোষ ও সম্পাদক শিব শংকর মজুমদার উপস্থিত সকলকে স্বাগত জানান। বিগত বৎসরের মতো এবারও ব্লকের বিভিন্ন বিদ্যালয়ের এবছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় সেরা পরীক্ষার্থী’গণকে ক্লাবের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
পুজো প্রাঙ্গনের আস্থায়ী আলোকজ্জ্বল মঞ্চে প্রতিদিন সন্ধ্যে থেকে সংগীত, নৃত্য, মূকাভিনয় ও শ্রুতিনাটক পরিবেশিত হয়। ছিল পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের শিল্পীদের আধুনিক ও বাউল সংগীতের অনুষ্ঠান। ক্লাবের অন্যতম সদস্য বিনয় মজুমদারের নেতৃত্বে ক্লাবের সকল সমস্যগণের আন্তরিক প্রয়াসে তরুণ দলের ৫১ তম বর্ষের শ্যামাপুজো ও দীপাবলী উৎসব এলেকায় বেশ সাড়া ফেলে।