নানা অনুষ্ঠানে সার্থক সুচেতনার ২৩তম বাৎসরিক ভাষা উৎসব
নীরেশ ভৌমিক:গত ১৫ অক্টোবর অপরাহ্নে চাঁদপাড়া বাজারের কাকলি অনুষ্ঠান গৃহে মঙ্গলদ্বীপ প্রজ্জ্বলন ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমবেত কন্ঠে সংগচ্ছধং-সংবদধং ও আনন্দলোকে মঙ্গলালোকে সঙ্গীতের মধ্য দিয়ে মহাসমারোহে শুরু হয় চাঁদপাড়া সুচেতনা বাংলা চর্চা কেন্দ্র আয়োজিত বাৎসরিক ভাষা উৎসব ২০২৫ এর।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে ছিলেন,উত্তরবঙ্গের রায়গঞ্জ বি,এড কলেজের অধ্যক্ষ ড চৈতন্য মন্ডল,অধ্যাপক ড সুবীর সেন,চাঁদপাড়া বাণী বিদ্যাবিথীর প্রধান শিক্ষক রবিউল ইসলাম,সহ শিক্ষক সুশান্ত বিশ্বাস, অসীম মন্ডল,শিক্ষিকা পুতুল ঘোষ,শিক্ষক মনোজ বিশ্বাস, অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশিষ্ট শিক্ষানুরাগী শান্তিপদ বিশ্বাস, সুভাষ চক্রবর্তী,শ্যামল বিশ্বাস,তরুণ মন্ডল প্রমুখ।

সুচেতনার প্রাণপুরুষ বাংলা ভাষা ও সাহিত্যের প্রথিতযশা শিক্ষক মনোরঞ্জন ঘোষ সকলকে স্বাগত জানান।শিক্ষার্থীগন সকল বিশিষ্টজনদের পুষ্পস্তবক, ব্যাজ,উত্তরীয় ও স্মারক উপহারে বরণ করে নেন।বিশিষ্ট ব্যক্তিগণ তাদের বক্তব্যে বর্তমান সময়ের শিক্ষার্থীদের পঠন-পঠন,বাস্তব পরিস্থিতি এবং সেইসঙ্গে মাতৃভাষা বাংলার অস্মিতা ও মর্যাদা রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।গুণীজন সংবর্ধনায় উদ্যোক্তারা এদিন ঢাকুরিয়া কালীবাড়ির বাসিন্দা কল্যাণী এইমসে মেডিক্যাল এ ভর্তি হবার সুযোগ পাওয়া চাঁদপাড়া বাণী বিদ্যাবিথীর প্রাক্তন পড়ুয়া রাজু মন্ডলকে বিশেষ সন্মাননা জ্ঞাপন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে শেষে সুচেতনার শিক্ষার্থীগন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহন করেন জাতীয় সংগীতের সাথে ছোট্ট পড়ুয়া পল্লবী ঘোষের নৃত্যানুষ্ঠান ও প্রখ্যাত সঙ্গীত শিল্পী জয়ন্ত দের সংগীতানুষ্ঠান সমবেত দর্শক ও শ্রোতামন্ডলিকে মুগ্ধ করে।সঙ্গীত,নৃত্য, আবৃত্তি এবং কথায়-কবিতায় সুচেতনা আয়োজিত ২৩তম বর্ষের ভাষা উৎসব উপলক্ষ্যে পরিবেশিত সমগ্র অনুষ্ঠান পরিচালনায় প্রাক্তন শিক্ষার্থী রিমি ঘোষের মুন্সিয়ানা প্রশংসার দাবি রাখে।









