নিজের রক্তেই হোলি খেলে শেষ বিদায় নিল প্রভাকর
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার বনমালী মণ্ডলের রিপোর্ট : বয়রা, দোলযাত্রায় রঙ খেলার উদ্দেশ্যে মেহেরানী থেকে বয়রা যাওয়ায় শেষ যাওয়া হলো প্রভাকর মন্ডলের। বাইক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়লো এলাকার সবার প্রিয় প্রভাকর।
জানা গেছে, গতকাল সকালে বাড়ি মেহেরানী থেকে বন্ধু অভি বিশ্বাসের বাইকে চেপে রঙ খেলার উদ্দেশ্যে পাশের গ্রাম বয়রাতে পৌঁছানোর আগেই দ্রুত গতিতে ছুঁটেচলা বাইকের পিছন থেকে ছিটকে গিয়ে একটা দোকানের সার্টারে ধাক্কা খায় এবং তাৎক্ষনিক ভাবে তার মাথা ফেটে ঘিলু ছিটকে বেরিয়ে যায়।
এলাকার সবাইকে কাঁদিয়ে তাদের প্রিয় প্রভাকর মন্ডল পৌছে যায় না ফেরার দেশে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাগদা থানার পুলিশ। তারা প্রভাকরের মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় এবং ঘাতক বাইকটিকে জব্দ করে পুলিশ।
এই ঘটনার পর বাগদা পুলিশ প্রশাসনের কাছে এলাকাবাসীর দাবি দোল পূর্ণিমা, হোলি, ভাইফোঁটা, সরস্বতী পূজা ইত্যাদি অনুষ্ঠান গুলিতে মদ্যপান এবং বাগদা ব্লকের সমস্ত জায়গায় মোটর সাইকেল চালানোর ক্ষেত্রে আইন করে বন্ধ করা উচিৎ। তাহলে হয়তো বিকোশিত হবার আগেই অকালে এমন অনেক ফুল ঝরে যাবে না।