নির্দিষ্ট দিনে নির্দিষ্ট স্থানে তিনটি বুথ একত্রে হবে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ বৈঠক, সিদ্ধান্ত পঞ্চায়েত মিটিং-এ

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক :- আজ বাগদা গ্রাম পঞ্চায়েতের মিটিং-হলে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ নিয়ে অনুষ্ঠিত হল গুরুত্বপূর্ণ বৈঠক।রাজ্য সরকারের অভিনব উদ্যোগকে স্বাগতঃ জানাতে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শীর্ষক গুরুত্বপূর্ণ আলোচনা সভায় তৃনমূল কংগ্রেসের বিশিষ্ট নেত্রবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, বাগদার বিধায়ক মধুপর্ণা ঠাকুর,

পূর্ব ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি পরিতোষ কুমার সাহা, বাগদার পঞ্চায়েত প্রধান সঞ্চিত সর্দার, উপ-প্রধান সুনীল পাল, বাগদা বাজার কমিটির সম্পাদক বিকাশ সরকার, তৃনমূল কংগ্রেস নেতা বিষ্ণু বিশ্বাস প্রমূখ। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল, ২০২৬ এর নির্বাচনকে সামনে রেখে একেবারে সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া এবং গ্রামীণ স্তরে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করার ব্যাপারে দিক নির্দেশনা দেওয়া।

তারা আরও বলেন, খুব শীঘ্রই বাগদা পঞ্চায়েতের ৩টি করে বুথে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবির অনুষ্ঠিত হবে। এই শিবিরগুলিতে পাড়ার সাধারণ মানুষের সাথে বিডিও অফিসের কমপক্ষে একজন করে সরকারি আধিকারিক উপস্থিত থেকে সাধারণ মানুষের কাছ থেকে অভিযোগ ও আবেদন গ্রহণ করবেন। তারপর একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সেই সমস্যা গুলির সমাধানের ব্যবস্থা করবেন বলেও প্রতিশ্রুতি দেন নেত্রবৃন্দ।

‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পে সমস্যা সমাধানের জন্য মূলত অগ্রাধিকার পাবে, রাস্তাঘাট, জল সরবরাহ, বিদ্যুৎ, শিক্ষা প্রতিষ্ঠানের ছোটখাট সমস্যা ইত্যাদি। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্প উপলক্ষ্যে আয়োজিত সভায় পঞ্চায়েত প্রধান সঞ্চিত সর্দার, তৃনমূল কংগ্রেসের পূর্ব ব্লক সভাপতি পরিতোষ কুমার সাহা ও বাগদার বিধায়ক মধুপর্ণা ঠাকুরের গঠন মূলক বক্তব্য প্রশংসিত হয়। অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন, তৃণমূল কংগ্রেস নেতা বিষ্ণু বিশ্বাস।










