নৃত্যের জগতে সাড়া ফেলে দিয়েছে বানীপুর সুন্দরম
সমর বিশ্বাস : রাজ্যের অসংখ্য নৃত্য শিক্ষার প্রতিষ্ঠানের মধ্যে স্ব-মহিমায় প্রতিষ্ঠা লাভ করেছে উত্তর ২৪ পরগনা জেলার অন্যতম নৃত্য শিক্ষার প্রতিষ্ঠান হাবড়ার বানীপুর সুন্দরম ডান্স ইনস্টিটিউশন। সকল বয়সেরই পুরুষ ও মহিলাদের নৃত্য শিক্ষার ব্যবস্থা রয়েছে এখানে। নৃত্য শিক্ষার্থীদের জন্য এই প্রতিষ্ঠানের দরজা সব সময়ই খোলা।
সংস্থার প্রাণপুরুষ বিশিষ্ট নৃত্যশিল্পী সুজিত কর্মকার বলেন, আগ্রহীদের নৃত্য শিক্ষায় পারদর্শী করে তোলাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। একাধারে শাস্ত্রীয় ও সৃজনশীল ধারক ও বাহক কত্থক নৃত্য শিক্ষা দেন নৃত্য গুরু দেবপ্রসাদ মিত্র ও কানন সেন। ভারতনাট্যম নৃত্যের শিক্ষা দেন অনিতা মল্লিক, আর সৃজনশীল নৃত্যের প্রশিক্ষণ প্রদান করেন স্বনামধন্য নৃত্যশিল্পী তনুশ্রী, শঙ্কর।
যোগ্য শিক্ষার্থী ও শিক্ষক সুজিত কর্মকারের তত্ত্বাবধানে ৩৫ বছরের ও অধিক কাল নৃত্য শিক্ষার প্রতিষ্ঠান বাণীপুর সুন্দরম এর সুনাম বহুদূর পর্যন্ত বিস্তৃত। শতাধিক শিক্ষার্থী নিয়ে এই প্রতিষ্ঠান নৃত্য শিক্ষার জগতে আজ উচ্চস্থান অধিকার করে রয়েছে। প্রথিতযশা নৃত্য শিক্ষক সুজিতবাবু একাধারে কোরিওগ্রাফার ও পারফরমার। জি বাংলা ছাড়াও ইটিভি, এশিয়ান টিভিতে বাংলাদেশ অনুষ্ঠান করে চলেছেন। সুজিতবাবুর নৃত্যশৈলীর সাথে তার নৃত্য শিক্ষার প্রতিষ্ঠান বাণীপুর সুন্দরম ও নৃত্য শিক্ষার জগতে শ্রেষ্ঠত্বের দাবি রাখে।