রাজ্য

ন্যাকের মূল্যায়নে হেলেঞ্চা বিআরআম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয় বি প্লাস

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল বা ন্যাকের মূল্যায়নের স্বীকৃতির শংসাপত্র হাতে পেল ড.বি.আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়। ন্যাকের বিচারে বি প্লাস শিক্ষা প্রতিষ্ঠানের সম্মান পেল বাংলাদেশ লাগোয়া বাগদা ব্লকের অধীন হেলেঞ্চা বি.আর.আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়।

গত ৭ই এবং ৮ই এপ্রিল ন্যাকের তিন সদস্যের একটি প্রতিনিধিদল কলেজটিতে পরিদর্শনে আসেন। কলেজের পড়াশোনা ছাড়াও সংশ্লিষ্ট বিভিন্ন দিক খুঁটিয়ে দেখেন ন্যাকের পরিদর্শকরা। এরপর আজ মঙ্গলবার এই স্বীকৃতির কথা জানতে পারেন কলেজ কর্তৃপক্ষ। এই সম্মানে উল্লসিত কলেজের অধ্যাপক – অধ্যাপিকা, পড়ুয়া, শিক্ষাকর্মী, প্রাক্তনী এবং অভিভাবকরা।

খবর পেয়ে সকলে যেতে ওঠেন আবির খেলায়। অধ্যক্ষ ড . চিত্তরঞ্জন দাস বলেন, “এই সাফল্যের জন্য কলেজের পরিচালন সমিতি, শিক্ষক, শিক্ষাকর্মী, ছাত্রছাত্রী সকলেরই ভূমিকা রয়েছে। তিনি আরও বলেন, আগামী দিনে এই সাফল্যকে এ গ্রেডে নিয়ে যাওয়া হবে আমাদের অন্যতম প্রধান লক্ষ্য।” বর্তমানে কলেজটিতে বাংলা , ইংরেজি সহ ৮ টি বিষয় পড়ানো হয়।

ছাত্র ছাত্রীদের আত্মরক্ষার জন্য যোগা, ক্যারাটের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা রয়েছে কলেজটিতে। শুধুমাত্র নিয়মনিষ্ঠা বা পড়াশোনা নয়, করোনা অতিমারি বা আমফানের মতো প্রাকৃতিক বিপর্যয়ে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন কলেজের অধ্যক্ষের নেতৃত্বে এখানকার শিক্ষক – শিক্ষাকর্মী – ছাত্র – ছাত্রীরা।

উল্লেখ্য, যার ঐকান্তিক প্রচেষ্টায় ও সুযোগ্য নেতৃত্বে হেলেঞ্চা বি.আর.আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের আজকের এই প্রাপ্তি, তিনি বাগদা ব্লকের সকল শ্রেণীর মানুষ, কলেজের ছাত্র ছাত্রীদের অভিভাবকদের চোখে এক অন্যতম কর্মযোগী, বাগদার শিক্ষাকাশে এক আলোর দিশারী, এলাকার সর্বজন শ্রদ্ধেয় হেলেঞ্চা কলেজের অধ্যক্ষ ড. চিত্তরঞ্জন দাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *