উৎসবজেলার খবর

পন্ডিত বিরজু মহারাজের স্মরণে পরম্পরা উৎসব

নীরেশ ভৌমিক : গত ২২ ও ২৩ সেপ্টেম্বর পন্ডিত বিরজু মহারাজজীর স্মরণে সত্যজিৎ রায় প্রেক্ষাগৃহে সাড়ম্বরে অনুষ্ঠিত হলো ‘পরম্পরা প্রবাহ’ উৎসব। জীবিত অবস্থায় মহারাজ ও তার সুযোগ্যা শিষ্যা বিদুষী শাশ্বতী সেন অক্লান্ত পরিশ্রমে গড়ে তুলেছিলেন কলাশ্রম নামের এই নৃত্যশিক্ষা কেন্দ্রটি।

দু’দিন ব্যাপী আয়োজিত উৎসবে অংশগ্রহণ করে হাবড়ার বানীপুর সুন্দরম এর নৃত্যশিল্পীগণ।বানীপুর সুন্দরম ডান্স ইনস্টিটিউশন এর প্রাণপুরুষ বিশিষ্ট নৃত্যশিল্পী সুজিত কর্মকার জানান, এই মহতী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমরা গর্বিত।

বিভিন্ন নৃত্যগোষ্ঠীর গুরু ও শিষ্য-শিষ্যাদের নিয়েই এই মহতী অনুষ্ঠানের আয়োজন। বিভিন্ন শাস্ত্রীয় নৃত্যের উপস্থাপনা সমবেত দর্শকদের মুগ্ধ করে। সুন্দরম এর শিল্পীদের নৃত্যশৈলী সকলের প্রশংসা লাভ করে।

স্বনামধন্য নৃত্যশিল্পী কৃষ্ণমোহন মিশ্র ও রামমোহন মিশ্রের যুগলবন্দী এদিনের অনুষ্ঠানকে সমৃদ্ধ করে তোলে। বহু বিশিষ্টজনদের উপস্থিতি ও অংশগ্রহণে পন্ডিত বিরজু মহারাজ স্মরণে এদিনের আয়োজিত সমগ্র অনুষ্ঠান বেশ মনোগ্রাহী হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *