আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানউৎসবজেলার খবরধর্মীয় খবর।

পরম প্রেমময় শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৭ তম জন্ম মহোৎসব উদযাপন হল বয়রা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : বাংলাদেশ সীমান্ত থেকে ঢিল ছোঁড়া দুরত্বে অবস্থিত বাগদা ব্লকের বয়রা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হল ‘পরম প্রেমময় শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৭ তম জন্ম মহোৎসব উদযাপন’। গত ১২ই জানুয়ারি ২০২৫ রবিবার ‘সৎসঙ্গ কেন্দ্র, বয়রার উদ্যোগে সারা দিন ব্যাপী বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মহা-সমারোহে অনুষ্ঠিত হয় শ্রীশ্রী ঠাকুরের ১৩৭ তম জন্ম মহোৎসব।

এবারে অনুষ্ঠান সূচিতে ছিল, ব্রাহ্ম মুহুর্তে : বেদ মাঙ্গলিকী ও নহবৎ, প্রত্যুষে : ঊষা কীর্ত্তন, প্রাতেঃ : সমবেত প্রাতকালীন বিনতি প্রার্থনা, নামজপ, অর্ঘাঞ্জলী, প্রনাম, শ্রীশ্রী ঠাকুরের অমিয় গ্রন্থাদিপাঠ, সকাল ৭ টায় : সঙ্গীতাঞ্জলী, সকাল সাড়ে ন’টায় : ট্যাবলো ও ব্যান্ডপার্টি সহযোগে নগর পরিক্রমা, দুপুর ১২ টায় : মাতৃসন্মেলন, মধ্যাহ্নে : মহা প্রসাদ গ্রহন, বেলা দেড়’টায় : ভক্তিগীতি, সাড়ে তিনটায় : সাধারণ সভা,

সন্ধ্যা ৫টা ০৫ মিনিটে : সান্ধ্যকালীন বিনতি প্রার্থনা, নামজপ, অমিয় গ্রন্থাদিপাঠ, অর্ঘ্যাঞ্জলী সহ প্রনাম, প্রার্থনান্তে : বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।অনুষ্ঠানটি সুষ্ঠ, সুন্দর ও প্রানবন্ত করতে যাদের আন্তরিক কর্মকান্ড ছিল চোখে পড়ার মত তাঁদের নাম যথাক্রমে, বাবুল কুমার দত্ত (S.P.R), প্রশান্ত বিশ্বাস (J.K), উদয় সেন(সম্পাদক), গৌর চন্দ্র ঘোষ (সভাপতি) প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *