জেলার খবর

পরিবেশ দিবসশ পালিত হল বারাসাত পৌরসভার ১১ নং ওয়ার্ডে

পারফেক্ট টাইম নিউজ পোর্টাল থেকে নীরেশ ভৌমিকের রিপোর্ট : চাঁদপাড়া, গত ৫ই জুন বারাসাত পৌরসভার ১১ নং ওয়ার্ডের পৌরমাতা তণ্বিষ্ঠা খাসনবীশ এর নেতৃত্বে এলাকার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পালিত হলো পরিবেশ দিবস । বিকেল বেলায় এক সুন্দর পদ যাত্রার মধ্য দিয়ে এলাকার বিভিন্ন জায়গায় উষ্ণায়ন রুখে দেবার যে অন্যতম উপাদান গাছ সেই গাছ লাগিয়ে ।

এই গাছ লাগাতে লাগাতে এই পদযাত্রীদল সমস্ত ওয়ার্ড পরিভ্রমন করে। পদযাত্রায় উপস্থিত ছিলেন বারাসাত পৌরসভার প্রাক্তন পৌর প্রধান ও শিক্ষক সুনীল মুখার্জী বর্তমান পৌর পিতা অভিজিৎ নাগ চৌধুরী, দেবব্রত পাল বিশিষ্ট সমাজসেবী ও সংস্কৃতিমনস্ক ডাক্তার ধীমান চট্টোপাধ্যায়, পরিবেশ আন্দোলনের অন্যতম মুখ শিক্ষক অরিন্দম দে প্রমূখ ব্যক্তিবর্গ ।

তারা প্রত্যেকেই একাধিক গাছ পথের দুধারে ও ফাঁকা জায়গায় জমি মালিকের অনুমতি সাপেক্ষে রোপন করেন। সারা পথে পরিবেশ বাঁচানোর আবেদন প্রচার পেতে থাকে । পথে ওয়ার্ড এর অধীন আবাসন গুলিতেও আবাসিক দের দাবি মেনে গাছ লাগানো হয় । সবশেষে সূর্যতোরণ এর কাছে আয়োজিত এক পথসভায় বক্তব্য রাখেন পরিবেশ নেতৃত্ব সবুজ শিক্ষক অরিন্দম দে ও পৌর মাতা তন্নিষ্ঠা খাশনবিস ।

শ্রী দে তার বক্তব্যে বলেন পৌর মাতার দায়িত্ব নাগরিক পরিষেবা দেওয়া কিন্তু সেই প্রাপ্ত পৌর পরিষেবা কে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা একজন সাধারণ নাগরিকের দায়িত্ব । আজ আমাদের অধিকাংশই সে দায় এড়িয়ে গিয়ে কেবলমাত্র প্রশাসনকে অভিযুক্ত করার দিকে নজর দিতে সক্রিয় । তিনি গাছ লাগানো ও তাকে বাঁচানোর পাশাপাশি জল অপচয় ও প্লাস্টিক ব্যবহারের নিয়ন্ত্রণের প্রতিও আলাদাভাবে নজর দেওয়ার আবেদন রাখেন ।

পৌর মাতা তার বক্তব্যে এলাকার মানুষকে আরো দায়িত্বশীল হয়ে তার ভুলত্রুটি শুধরে দিয়ে সঠিক পরামর্শের মধ্য দিয়ে এলাকাকে বারাসাতের মধ্যে একটি উল্লেখযোগ্য ওয়ার্ডে পরিণত করবার আবেদন রাখেন । দীর্ঘ পাঁচ কিলোমিটার পথে স্থায়ী গাছের চারা (ফল ফুল ও অন্যান্য) রোপনের মধ্য দিয়ে এদিনের পরিবেশ দিবস উদযাপনকে তাৎপর্যপূর্ণ রূপে গড়ে তোলার ক্ষেত্রে এলাকার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অবশ্যই দৃষ্টান্তমূলক বলে অভিমত প্রকাশ করেন উপস্থিত সকল বিশিষ্ট জনেরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *