পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় প্রয়াত।
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : প্রয়াত হলেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। গত ২৪শে অক্টোবর তিনি শারিরিক কিছুপুরনো সমস্যার কারণে এসএসকেএম হাসপাতালে যান তখনি কর্তব্যরত ডাক্তারবারা তাঁকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে পরামর্শ দেন।
সুব্রতবাবুও চিকিৎসকদের পরামর্শ মেনে এসএসকেএমের উডবার্ন বিভাগে ভর্তি হন। কিন্তু বিধি বাম। চিকিচিকিৎসকদের সকল চেষ্টা ব্যার্থ করে দিয়ে কালীপূজার সন্ধ্যায় তিনি পাড়ি জমান না ফেরার দেশে। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।