অনুষ্ঠানরাজ্যসর্ম্বধনাসাহিত্য ও সংস্কৃতি।

পশ্চিমবঙ্গ বাংলা একাডেমীতে সাড়ম্বরে কবি বরুণ হালদারের গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান

নীরেশ ভৌমিক : গত ২১ ডিসেম্বর কলকাতার পশ্চিমবঙ্গ বাংলা একাডেমীতে দত্তপুকুর কবিতীর্থ সাহিত্য পত্রিকা আয়োজিত এক অনুষ্ঠানে সংস্থার প্রাণপুরুষ বিশিষ্ট কবি বরুণ হালদারের ৪ খানি গ্রন্থ প্রকাশিত হয়।

এদিন অপরাহ্নে একাডেমীর সভাকক্ষে অনুষ্ঠিত কবি সম্মেলন ও গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে পৌরহিত্য করেন প্রবীণ কবি নীলাচল চট্টরাজ। অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন,

সংস্থার মুখ্য উপদেষ্টা বিশিষ্ট সাহিত্যিক সিদ্ধার্থ সিংহ, কাব্য সাহিত্য প্রেমী ডঃ সীমা রায়, অশোক মুখোপাধ্যায় কেশব রঞ্জন প্রমূখ।

উদ্যোক্তারা উপস্থিত সকল বিশিষ্টজনদের উত্তরীয়, প্রস্ফুটিত গোলাপ ও স্মারক উপহারে বরণ করে নেন। বিশিষ্ট সঙ্গীতশিল্পী ইতি হালদারের গাওয়া গানের মধ্য দিয়ে আয়োজিত কবি সম্মেলন ও গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানের সূচনা হয়।

মঞ্চে আসীন বিশিষ্ট ব্যক্তিবর্গ কবিতীর্থ সাহিত্য পত্রিকার প্রাণপুরুষ বরুনবাবু প্রণীত দু’খানি কবিতার বই, কণ্ঠ কোলাজ ও কিশোর বন্ধু, শ্রুতি নাটকের সংকলন ‘মনোবিম্ব’ এবং সংগীত সংকলন ‘গানের ভুবন’ এর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন।

উপস্থিত ছিলেন বিশিষ্ট গীতিকার পরাশর বন্দ্যোপাধ্যায় ও সুরকার পুলক সরকার। পুস্তকগুলি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে বিশিষ্টজনেরা পুস্তক প্রণেতা বরুন বাবুর কাব্য সঙ্গীত ও নাট্য প্রতিভার প্রশংসা করেন।

মনোজ্ঞ অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত কবি সাহিত্যিক’গন স্বরচিত এবং বরুণ বাবুর লেখা কবিতা পাঠ ও আবৃত্তি করে শোনান। স্বরচিত গান গেয়ে শোনান প্রখ্যাত গায়ক অমল মণ্ডল,

বরুণ বাবুর কবিতা আবৃত্তি করে শোনান সুপ্রীতি আদক, পাপিয়া মন্ডল, শান্তা বিশ্বাস স্বপ্না বিশ্বাস প্রমূখ। বরুনবাবু দেশাত্মবোধক সংগীত পরিবেশন করে শিশু শিল্পী অর্চিস্মিতা জানা উপস্থিত সকলের মন জয় করে নেয়।

বরুণ বাবুর লেখা শ্রুতি নাটক ‘কুঁচো চিংড়ি’ পরিবেশন করে দর্শক ও শ্রোতৃ মন্ডলীর মনোরঞ্জন করেন উজ্জ্বল আইচ ও শম্পা আইচ।

বিশিষ্ট সঞ্চালক দীপঙ্কর জয়ধর এর সুচারু পরিচালনায় কবিতীর্থ আয়োজিত এদিনের কবি সম্মেলন ও বরুন বাবুর গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *