পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধীন শিশু-কিশোর একাডেমীর আয়োজনে মঞ্চন্থ হল একক মূকাভিনয় “শৈশব”
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার নীরেশ ভৌমিক : চাঁদপাড়া, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধীন শিশু-কিশোর একাডেমীর আয়োজনে রাজ্য শিশু-কিশোর উৎসবে চারুকলা ভবন প্রাঙ্গণ মুক্তমঞ্চে মঞ্চন্থ হল ইমন মাইম সেন্টারের মূকাভিনেত্রী সৃজা হাওলাদার অভিনীত একক মূকাভিনয় “শৈশব”। কিশোর মনের নানান চিন্তা এবং অভিব্যক্তি খুব নির্মল ভাবে প্রকাশ পেয়েছে এই প্রযোজনায়।
ফড়িং ধরে ধরে বন্দী করার খেলায় মেতে ওঠে এক কিশোরী, খেলতে খেলতেই মারা যায় একটি ফড়িং, ইতিমধ্যে সে নিজেও একটি কাঁটায় আহত হয়, কিশোরী মনে সেই ব্যথার অনুভূতি প্রভাব ফেলে, সে বুঝতে পারে বন্দী থাকা এবং মৃত্যুর যন্ত্রণা কতটা হতে পারে। তারপরই সে মুক্তি দেয় বন্দী ফড়িং দের। গত ১৮ই জানুয়ারী ২০২৩ উক্ত মূকাভিনয় প্রযোজনার ভাবনা ও নির্দেশনা দিয়েছেন ধীরাজ হাওলাদার এবং আবহ সঙ্গীত দিয়েছেন জয়ন্ত সাহা।