জেলার খবর

পাচারকে কেন্দ্র করে বাগদার সীমান্তে রণক্ষেত্র, ইট পাথর বৃষ্টি,শুন্যে গুলি

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক ;  কয়েক লক্ষ টাকা মুল্যের গাঁজা, মদ ও ফেনসিডিল পাচারকে কেন্দ্র করে সীমান্তের চোরাকারবাবীদের তান্ডবে এসএফের সীমান্ত চৌকি ও সীমান্তের বাঁশের গেট, কম্পিউটার, সিসি ক্যামেরা সহ মুল্যবান জিনিষপত্র ভাঙচুর সহ ইট পাথর বৃষ্টিতে কার্য্যতঃ রনক্ষেত্রে পরিনত হল নওদাপাড়ার সীমান্ত এলাকা।

ঘটনাটি ঘটেছে গত কাল রাতে বাগদা ব্লকের মামাভাগিনার নওদাপাড়া সীমান্ত এলাকায়। সীমান্তের এই ইট পাথর বৃষ্টির মধ্যে পড়ে মাথায় আঘাত প্রাপ্ত হয় গ্রামবাসী সালাম মন্ডল, মাথায় ও চোখে আঘাত লেগে চিকিৎসাধীন ৬৮ নং ব্যাটালিয়নের বিএসএফ জওয়ান এম.এফ বৈকুল সহ চার জন জওয়ান আহত হবার খবর পাওয়া গেছে।

বিএসএফ সুত্রে জানা গেছে, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে গাঁজা এবং ফেনসিডল পাচারকারী আলমগীর মণ্ডলের মোটা টাকার মাল সীমান্ত অতিক্রম করবে। সেই মত এসি বিনোদ কুমার দুবের নেতৃত্বে, বেশ কয়েক জন কনস্টেবল ও ১জন মহিলা কনস্টেবল সহ ২ জন জি প্রতিনিধির একটা দল সন্দেহভাজন বাড়িগুলি ঘেরাও করেন এবং তাদের কাজে সহযোগীতা করার জন্য স্থানীয় মেম্বার এবং পুলিশের সহযোগীতা কামনা করেন।

পরে সীমান্তের তাঁরকাঁটা সংলগ্ন সন্দেহভাজন ঘিরে রাখা ওই বাড়ীগুলি গ্রামবাসীদের উপস্থিতিতে তল্লাসী করতেই ওই সব বাড়ি থেকে ৪৩ কেজি গাঁজা, ৩৭১ বোতল ফেনসিডিল ও ৩ পিস ৭৫০ মিলি লিটারের রয়্যাল স্ট্যাগ ইংলিশ মদ উদ্ধার করে। সেই সাথে পাচারকারী আলমগীর মন্ডলকেও আটক করে বিএসএফ।

কিন্তু আটককৃত মালামাল বিএসএফ ক্যাম্পে আনার সময় খন্ড যুদ্ধ বাধে শুরু হয়ে যায় বিএসএফ ও পাচারকারীদের মধ্যে ইট পাথর বৃষ্টি, ভাঙচুর করে বিএসএফের সীমান্ত চৌকি ও সীমান্তের বাঁশের গেট, তারা ভাঙচুর করে সীমান্তের কম্পিউটার, সিসি ক্যামেরা সহ ইত্যাদি মুল্যবান জিনিষপত্র।

বিএসএফের নিকট থেকে পাচারের মাল ছিনিয়ে নিতে সঙ্গবদ্ধ পাচারকারী দলের পুরোষ ও মহিলাদের আক্রমনে পালিয়ে আত্মরক্ষা করে বিএসএফ। এ অবস্থা দেখে বিএসএফ দল আত্মরক্ষার্থে এবং সরকারি সম্পত্তি রক্ষায় শুন্যে দুই রাউন্ড গুলি করে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *