জেলার খবর

পাচার বিরোধী দিবসে গাইঘাটায় পাচার বন্ধের শপথ বারাসাত উন্নয়ন প্রস্তুতির

নীরেশ ভৌমিক : অন্যান্য বছরের মত এবারও ৩০ জুলাই মর্যাদা সহকারে বিশ্ব পাচার বিরোধী দিবস পালন করে জেলার অন্যতম সমাজসেবি সংস্থা বারাসাত উন্নয়ন প্রস্তুতি। এদিন মধ্যাহ্নে গাইঘাটার সুটিয়া অঞ্চলের বিষ্ণুপুর ফরিদকাটি প্রাথমিক বিদ্যালয় আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ ঘোষ, সুটিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান পম্পা পাল, সমাজকর্মী তৌফিকুল হাসান, রমা সাহা, হাকিম সরদার, নারায়ণ চন্দ্র দাস প্রমুখ।প্রধান শিক্ষক প্রদীপবাবু বলেন, বিশ্ব পাচার বিরোধী দিবসে বিদ্যালয়ে এই ধরনের একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করায় আয়োজক বারাসাত উন্নয়ন প্রস্তুতি কর্তৃপক্ষকে সাধুবাদ জানান। শ্রী ঘোষ জানান, বর্তমানে অল্প বয়সী মেয়েদের পাচার হওয়ার ঘটনাই বেশি ঘটছে। তবে এই এলাকায় বারাসাত উন্নয়ন প্রস্তুতি পরিচালিত বিজয়িনী ও যুবশক্তি দল নারী পাচার বিরোধী নানা কর্মসূচির মাধ্যমে এলাকার মানুষজনকে সচেতন করার ফলে এলাকায় পাচারের ঘটনা অনেকটাই কমেছে।

তবে এর মধ্যেও কয়েক মাস পূর্বে বিষ্ণুপুর গ্রামের একটি কিশোরী কন্যার পাচার হওয়ার ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। এরকম অল্প বয়সী মেয়েদের বিয়ে এবং নাবালিকা বয়সে সন্তান হলে তাদের শারীরিক নানা সমস্যায় ভুগতে হয় বলে সমাজকর্মীরা জানান। স্বেচ্ছাসেবিকা রমা দেবী জানান, প্রতিবছর এই দিনটি আমরা গুরুত্ব সহকারে পালন করে থাকি। গ্রামে গঞ্জের সাধারণ মানুষজনকে সচেতন করার প্রয়াস চালাই। আমাদের একমাত্র উদ্দেশ্য পাচার মুক্ত সমাজ গড়ে তোলা। শুধু তাই নয় বারাসাত উন্নয়ন প্রস্তুতি শুধু পাচার রোধেই কাজ করেনা, পাচার হওয়া মেয়েদের উদ্ধার করে সমাজের মূল স্রোতে ফিরিয়ে এনে স্বনির্ভর করে গড়ে তোলার কাজও করে থাকে।বারাসাত উন্নয়ন প্রস্তুতির কর্ণধার রঞ্জিত দত্তের পরিচালনায় সংস্থার সদস্য-সদস্যা’গণ জেলার বিভিন্ন ব্লকে পাচার বন্ধের কাজ করে চলেছে।

সংগঠনের সদস্য সমাজকর্মী’গণ বিভিন্ন গ্রামে গিয়ে আলোচনা সভা ও নাট্যানুষ্ঠানের মাধ্যমে মানুষজনকে সচেতন করার কাজ চালিয়ে যাচ্ছেন। চিরতরে পাচার বন্ধ করাই তাদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। সমাজকর্মী নারায়ণ চন্দ্র দাস বলেন, শুধু পাচার বন্ধ নয় ১৮ বছরের কম বয়সী মেয়েদের বিয়ে বন্ধ করতেও সকলকে এগিয়ে আসতে হবে। নাবালিকা বিয়ের কুফল সাধারণ মানুষজনকে বোঝাতে হবে। এদিনের আলোচনা সভার শেষে সংগঠনের সদস্যগণ ‘পূজারিণীর জীবন কাহিনী’ শীর্ষক একটি অনু নাটক পরিবেশন করেন। নাটকটিতে নারী পাচার ও নাবালিকা বিয়ে বন্ধের বিষয়গুলো সুন্দরভাবে ফুটে উঠেছে। নাটক, আলোচনা সভা সহ নানা অনুষ্ঠানে বারাসাত উন্নয়ন প্রস্তুতি আয়োজিত এদিনের সমগ্র কর্মসূচী সার্থক হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *