পাট তন্তুর ভিত্তিক হস্তশিল্প তৈরির বিষয়ে কৌশল বিকাশ প্রশিক্ষণ
নীরেশ ভৌমিক : কেন্দ্রীয় পাট এবং সহযোগী তন্তু অনুসন্ধান সংস্থা আই.সি.এ.আর.- ক্রাইজ্যাফ নীলগঞ্জ ব্যারাকপুরের সহযোগিতায় ও ইছামতি এফ.পি.সি.-র পরিচালনায় শুরু হল পাট তন্তুর ভিত্তিক হস্তশিল্প তৈরির বিষয়ে কৌশল বিকাশ প্রশিক্ষণ হল ৪ঠা মার্চ্চ। এস.সি.এস.পি. অনুসারে দশ দিনের এই কর্মশালায় অংশ নেন পনেরো জন মহিলা।
গোবরডাঙা সেবা ফার্মার্স সমিতির নিজস্ব ট্রেনিং সেন্টারে এই কর্মশালার শুভ সূচনা করেন ড. মানিকলাল রায় সিনিয়র সাইন্টিস্ট আই.সি.এ.আর ক্রাইজ্যাফ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোবরডাঙা সেবা ফার্মার্স সমিতির সভাপতি শ্রী হিমাদ্রি গোমস্তা মহাশয় । এই প্রশিক্ষন চলবে ১৩ই মার্চ পর্যন্ত।