আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানউৎসবজেলার খবরপ্রতিভার সন্ধানে

পায়রাডাঙ্গায় অঙ্কনালয়ের চিত্র প্রদর্শনীতে ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীতে যোগ-ভক্তি ও শিল্পের মিলন উৎসব

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক :- পবিত্র জন্মাষ্টমীর শুভক্ষণে এক অনন্য শিল্পোৎসবের সাক্ষী রইল নদিয়ার পায়রাডাঙ্গা। স্থানীয় চিত্রশিক্ষা প্রতিষ্ঠান ‘অঙ্কনালয়’ এর উদ্যোগে ১৬ অগাস্ট সন্ধ্যায় অনুষ্ঠিত হলো এক মনোজ্ঞ চিত্র প্রদর্শনী, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ ও মহান যোগী পরমহংস যোগানন্দকে নিবেদন করা হয় শ্রদ্ধার্ঘ্য। অনুষ্ঠানের সূচনা হয় অভিনব রীতিতে। জলে ভরা একটি মাটির অলঙ্কৃত পাত্রে অতিথিদের হাত দিয়ে গোলাপের পাপড়ি অর্পণের মাধ্যমে।

উপস্থিত ছিলেন, বিশিষ্ট চিত্রশিল্পী পম্পা প্রধান, শিল্পসাধক অভয় বন্দ্যোপাধ্যায়, পায়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত প্রধান ফাল্গুনী বিশ্বাস, রানাঘাট–২ পঞ্চায়েত সমিতির সদস্য সঞ্জয় বিশ্বাস, গবেষক সমরেশ সরকার, ক্যালকাটা ট্যালেন্ট সার্চ স্কুলের কর্ণধার প্রতীক বসু প্রমুখ। অতিথির আসনে বিশেষভাবে ছিলেন, মহান যোগী পরমহংস যোগানন্দ, যাঁর পশ্চিমে গমনের পূর্বে আশীর্বাদ নিয়েছিলেন সেই সিদ্ধ যোগী ভাদুড়ী মহাশয় তথা মহর্ষি নগেন্দ্রনাথের প্রপৌত্রী, কবি শিবানী ভট্টাচার্য বন্দ্যোপাধ্যায়, এবং তাঁর পুত্র রবীন্দ্র গবেষক ড. শুভদীপ বন্দ্যোপাধ্যায়।

সন্ধ্যার আসরে সঙ্গীত পরিবেশনায় ছিলেন দীপা দাস, আর মাউথ অর্গানের সুরে মুগ্ধ করেন মানস চট্টোপাধ্যায়। প্রদর্শনীর প্রধান আকর্ষণ ছিল ছাত্রছাত্রীদের অঙ্কিত চিত্র ও মূর্তি, যেখানে ভগবান কৃষ্ণের জন্মগ্রহণের অলৌকিক মুহূর্ত শিল্পরূপে ধরা পড়ে। অঙ্কনালয়ের কর্ণধার সৌমেন মজুমদার জানান, এটি প্রতিষ্ঠানের চতুর্থ বার্ষিক প্রদর্শনী, যেখানে প্রায় চারশো ছাত্র-ছাত্রীর আঁকা ছবি স্থান পেয়েছে। তাঁর কথায়, “এই সমগ্র আয়োজন ভগবান শ্রীকৃষ্ণ ও পরমহংস যোগানন্দের উদ্দেশ্যে নিবেদিত।” সার্বিক সঞ্চালনায় ছিলেন প্রান্তিকা দাশগুপ্ত। শিল্প,তত ভক্তি ও আধ্যাত্মিকতার অনবদ্য সংমিশ্রণে দিনটি পায়রাডাঙ্গার সাংস্কৃতিক ইতিহাসে স্মরণীয় হয়ে রইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *