পারফেক্ট টাইম নিউজ পোর্টালের সরস্বতী পূজা পরিক্রমা-২০২৩
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : বাগ-দেবীর আরাধনায় মাতল সমগ্র বনগাঁ মহকুমা। প্রজাতন্ত্র দিবস ও বাগ-দেবীর আরাধনা একদিনে পড়ায় এবারে সমস্ত স্কুল-কলেজে ছাত্র-ছাত্রীদের ভীড় ছিল চোখে পড়ার মতো। এক দিকে প্রজাতন্ত্র দিবসে ভারতবর্ষের সংবিধান এবং প্রজাতান্ত্রিক ঐতিহ্যের প্রতি সম্মান প্রদর্শনের জন্য জাতীয় পতাকা উত্তলনের দ্বায়িত্বভার অপরদিকে বিদ্যা, বুদ্ধি অর্জনের মাধ্যমে জীবন চলার পথ মসৃন করতে বাগ-দেবীর আরাধনায় আত্মনিয়োগ করা।
সব মিলিয়ে সমস্ত স্কুল-কলেজে ছাত্র-ছাত্রীদের ভীড় ছিল চোখে পড়ার মতো। তারপরে প্রসাদ খাওয়া আর সাঁজ গোঁজ করে একটু ঘুরে বেড়ানোর ব্যাপারটা তো এখন রেওয়াজেই পরিনত হয়েছে। এ বছরের সরস্বতী পূজাকে স্বরনীয় করতে আমাদের পারফেক্ট টাইম নিউজ পোর্টালের সাংবাদিকদের ক্যামেরায় লেন্স বন্দী কিছু আলোকচিত্র তুলে ধরা হল।
হেলেঞ্চা থেকে জহিরুর ইসলামের পাঠানো ছবি :—
বাগদা থেকে উৎস সাহার পাঠানো ছবি :—
চাঁদপাড়া থেকে নীরেশ ভৌমিকের পাঠানো ছবি :—
চেঙ্গা চাঁদপুর থেকে দীপায়নের পাঠানো ছবি :-‐-
কোলা থেকে তারক বিশ্বাসের পাঠানো ছবি :—
বনগাঁ থেকে :-‐