পুজোয় দুস্থ্দের হাতে বস্ত্র তুলে দিল বিবেকানন্দ বিদ্যামন্দিরের পড়ুয়ারা
সমর বিশ্বাস : বিগত বৎসরগুলির মত এবারও বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদোৎসবের প্রাক্কালে এলাকার দুস্থ পরিবারের ছেলেমেয়েদের হাতে নতুন পোশাক তুলে দিল গোবরডাঙ্গার খাঁটুরা বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছোট ছোট ছাত্র-ছাত্রীরা। গত ১৮ অক্টোবর বিদ্যালয় আয়োজিত এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানের সূচনা করেন বিশিষ্ট শিক্ষাব্রতী প্রদীপ রায় চৌধুরী, ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশিষ্ট সাংবাদিক নীরেশ চন্দ্র ভৌমিক প্রমূখ।
সকলেই বিদ্যালয় কর্তৃপক্ষ এবং সেই সঙ্গে ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবক’গণের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান। বিদ্যালয়ের প্রধান জানান, বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই দীর্ঘ ২০ বৎসর যাবৎ দুর্গাপূজা উপলক্ষে এলাকার দরিদ্র পরিবারের ছেলেমেয়েদের হাতে নতুন জামা, প্যান্ট, গেঞ্জি ইত্যাদি পোশাক তুলে দিয়ে শুভেচ্ছা জানায় বিদ্যালয়েরই কচি-কাঁচা পড়ুয়ারা।
প্রধান শিক্ষিকা বানী রায় চৌধুরী জানান, বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক’গণ এবং কতিপয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পোশাক দিয়ে সহযোগিতা করে থাকেন। সংগৃহীত সমস্ত পোশাকগুলি অনুষ্ঠান স্থলে ঝুলিয়ে রাখা হয়। দুস্থ ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবক’গণ এসে নিজেরাই পছন্দ মতো পোশাক বাছাই করেন।
বিদ্যালয়ের পড়ুয়ারা সেই পোশাক প্রাপকের হাতে তুলে দেয়। সমবেত কচি-কাঁচারা করতালিতে তাদেরকে শুভেচ্ছা জানায়। বিদ্যালয় কর্তৃপক্ষ বিদ্যালয়ের সকল পড়ুয়াদের হাতে এদিন ‘তোমার সহচার্য- সহমর্মিতা প্রশংসাযোগ্য চিরদিন মানুষের পাশে থাকার জন্য ও উৎসবের আনন্দ ভাগ করে নেয়ার জন্য অনেক আদর শুভেচ্ছা ও অভিনন্দন লেখা শংসাপত্র তুলে দেয়।
বিদ্যালয়ের প্রাণপুরুষ বিপ্লব রক্ষিত ও প্রধান শিক্ষিকা বাণী দেবীর পরিচালনায় এদিনের বস্ত্র বিতরণ অনুষ্ঠান সার্থক হয়ে ওঠে।