পুনরায় পারমাদন গ্রামে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক ভাবে নিহত পরিবারের সদস্যদের খাদ্য সামগ্রী প্রদান সহ সমবেদনা জানাতে আসায় বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি আলো রানী সরকারের প্রতি কৃতজ্ঞতায় মুগ্ধ হল পারমাদন গ্রাম।
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : পারমদন দূর্ঘটনায় মৃত ও আহতদের প্রতি সমবেদনা জানাতে আজ দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে ছুটে গেলেন পারমাদন গ্রামের উত্তর পাড়ায়।
সঙ্গে ছিল নির্ভেজাল আন্তরিকতায় ভরা এক খাদ্য সামগ্রীর প্যাকেট। পূণরায় সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক ভাবে নিহত পরিবারের সাথে দেখা করতে আসায় বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি আলো রানী সরকারের প্রতি কৃতজ্ঞতায় মুগ্ধ হল পারমাদন গ্রাম।
জেলা সভানেত্রীর পারমাদনে এই আকস্মিক ভিজিটের সময় তাঁর সঙ্গে বিশিষ্ট নেত্রবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, আই.এন. টি.টি.ইউ.সির সভাপতি নারায়ণ ঘোষ বাগদা পশ্চিম ব্লক তৃনমুল কংগ্রেসের সভাপতি অঘোর চন্দ্র হালদার, হেলেঞ্চা গ্রামে পঞ্চায়েত প্রধান চায়না বিশ্বাস, স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব জয়ন্ত বিশ্বাস, প্রদীপ বিশ্বাস প্রমুখ।