জেলার খবর

প্রতিধ্বনির ২৮ তম বর্ষের ‘সৃজন’ উৎসব উদযাপিত ঠাকুরনগরে

পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার নীরেশ ভৌমিক : চাঁদপাড়া,  ঠাকুরনগরে সাড়ম্বরে শুরু হল প্রতিধ্বনির ২৮ তম বর্ষের সৃজন উৎসব গত ২৮শে জানুয়ারি সন্ধ্যায় সংস্কার সদস্যদের সমবেত নৃত্যের মধ্য দিয়ে সূচনা হল, ঠাকুরনগর প্রতিধ্বনি সাংস্কৃতিক সংস্থা আয়োজিত ২৮ তম বর্ষের সৃজন উৎসব। মঙ্গলদীপ প্রজ্বালন করে দুদিন ব্যাপী আয়োজিত উৎসবের সূচনা করেন, পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমীর সদস্য সচিব ড. হৈমন্তী চট্টোপাধ্যায়।

উপস্থিত ছিলেন, বর্ষিয়ান শিক্ষক অনুপম দে, বিশিষ্ট সংগীত শিল্পী ঝর্ণা মণ্ডল, সাংবাদিক পাঁচু গোপাল হাজরা প্রমুখ। ক্লাব সভাপতি জয়দেব হালদার ও সম্পাদক পার্থপ্রতিম দাস সকলকে স্বাগত জানান। সংস্থার সদস্যগণ সকল বিশিষ্টজনদের পুষ্পস্তবক ও স্মারক উপহারে বরণ করে নেন। সকলে তাঁদের বক্তব্যে সুস্থ্য সংস্কৃতি ও নাট্যচর্চার প্রসারে প্রতিষ্ঠান উদ্বোধক ড. চট্টোপাধ্যায় সহ বিশিষ্টজনেরা সাংস্কৃতিক সংস্থার প্রয়াসকে সাধুবাদ জানান এবং সেই সঙ্গে আয়োজিত উৎসরের সাফল্য কামনা করেন।

এদিন প্রতিধ্বনি স্মারক সম্মান প্রদান করা হয় বিশিষ্ট সংগীত শিল্পী ঝর্না মণ্ডলকে। উৎসবের শুরুতে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও শিক্ষক সুশান্ত বিশ্বাসের নির্দেশনায় চাঁদপাড়া বাণী বিদ্যা বীথি স্কুলের ছাত্র-ছাত্রীরা মঞ্চস্থ করে মজার নাটক ‘কেরামতি’। ছিল প্রতিধ্বনি সদস্যদের নৃত্য ও আবৃত্তির অনুষ্ঠান। সবশেষে কৃষ্ণনগর থিয়াস মঞ্চস্থ করে তাঁদের মঞ্চ সফল নাটক ‘এক টুকরো ম্যাকবেথ’।

বিশিষ্ট নাট্য পরিচালক সুমন গোস্বামীর নির্দেশনায় অভিনীত নাটকটি সমবেত দর্শকমণ্ডলীর প্রশংসা লাভ করে। অনুষ্ঠানের দ্বিতীয় দিন সকালে ছোটদের অংকন ও যোগাসন প্রতিযোগিতা। অপরাহ্নে ছিল অশোকনগর বিদ্যাসাগর বাণীভবন উচ্চ বিদ্যালয়ের পড়ুয়াদের নাটক ‘আমি রামমোহন বলছি’ ও বনগাঁর কালুপুরের হিন্দোলের নাটক ‘দিশারী’।

এছাড়া রয়েছে শাস্ত্রীয় নৃত্যানুষ্ঠান এবং শিশু শিল্পী দেব পালের লোক সংগীতের অনুষ্ঠান। সবশেষে শিক্ষক সুশান্ত বিশ্বাসের নির্দেশনায় প্রতিধ্বনির কুশীলবগণ পরিবেশিত সকলের ভালোলাগার নাটক ‘মানবিক স্পর্শ ‘। প্রতিধ্বনি আয়োজিত এই সৃজন উৎসবকে ঘিরে এলেকার সংস্কৃতি প্রেমী মানুষজনের মধ্যে বেশ উৎসাহ চোখে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *