প্রতিবছরের মত এবারও বিজ্ঞানমনস্কতা প্রসারে কিছু কর্মসূচি গ্রহণ

নীরেশ ভৌমিক : ২৮শে ফেব্রুয়ারি তারিখটা সারা দেশে ডক্টর চন্দ্রশেখর ভেঙ্কট রমনের রমন এফেক্ট এর স্বীকৃতি স্বরূপ নোবেল পুরস্কার প্রাপ্তি ও তার আবিষ্কার কে স্মরণীয় করে রাখতে সারাদেশে জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালিত হয়। বিজ্ঞানমনস্কতা প্রসারে লক্ষ্যে বারাসাতের এষণা পরিবারের প্রয়াস সারা বছরব্যাপী চলতে থাকে ।

আর এই এষণা পরিবারের অন্যতম প্রেরণা শিক্ষাব্রতী সমাজসেবী প্রধান শিক্ষক হরিপদ দে মহাশয়ের অষ্টম মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে এই দিনটাই এষণা পরিবারের পক্ষ থেকে সাধ্যের সীমাবদ্ধতার মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবছর বিজ্ঞানমনস্কতা প্রসারে কিছু কর্মসূচি গ্রহণ করা হয়।

গতকাল ২৮ ফেব্রুয়ারি বারাসাত নবপল্লী সত্যভারতী বানী নিকেতন গার্লস হাই স্কুলে বিদ্যালয় কর্তৃপক্ষের অকুণ্ঠ সহযোগিতায় দুপুর দুটো থেকে এই বিজ্ঞানমনস্কতা প্রসার মূলক যুক্তিভিত্তিক এক জাদু অনুষ্ঠান “যুক্তিযোগ ” এর আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের প্রধান শ্রীমতি সোনালী দত্ত মহাশয়া এষণা পরিবারের হাতে একটি ফুলের গাছ তুলে দেন এবং পরে এষণা পরিবারের পক্ষ থেকে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষে প্রধান শিক্ষিকাকে উত্তরীয় পরিধান করানো হয় এবং হরিপদ দে মহাশয়ের লেখা তিনটি বই উপহার হিসেবে প্রধান শিক্ষিকার হাতে তুলে দেয়া হয় ।

এরপর বিদ্যালয়ের তিন ছাত্রী জাতীয় বিজ্ঞান দিবসের তাৎপর্য উপলব্ধি করে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে দিয়ে এই দিনটি সম্পর্কে উপস্থিত সকল ছাত্রীকে উদ্বুদ্ধ করে । এর পরেই প্রায় দেড় ঘন্টা ব্যাপী এই “যুক্তিযোগ” অনুষ্ঠান চলে বিদ্যালয়ের ছাত্রীরা অত্যন্ত আগ্রহ ও মনোযোগ সহকারে নিজেদেরকে অনুষ্ঠানের অঙ্গীভূত করে অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে।

এই ধরনের অনুষ্ঠান আরো বেশি বেশি করে বিদ্যালয়গুলিতে হওয়া উচিত বলে এষণা পরিবারের পক্ষে বিজ্ঞান ও পরিবেশ কর্মী শিক্ষক অরিন্দম দে মনে করেন তার এই অনুষ্ঠানে যুক্তিযোগ অনুষ্ঠানকে সফল করতে তাকে সহযোগিতা করেন এষণা পরিবারের অন্যতম সদস্যা অঞ্জনা দে ছাত্র নয়ন এবং রোহিত I বিদ্যালয়ের ছাত্রীরা নানা রকম প্রশ্ন করার মধ্য দিয়ে তাদের অনুসন্ধিৎসু মনকে জাগিয়ে তোলার চেষ্টা করে করা দেখে

এই অনুষ্ঠানকে সফল বলেই মনে করেন বিদ্যালয় এর অন্যতম একজন অভিভাবক শ্রী শেখর কাঞ্জিলাল মহাশয় । তিনি পুরো সময় ধরে এই অনুষ্ঠানটি দেখেন এবং শিক্ষক শিক্ষিকাদের মতোই তিনিও এই অনুষ্ঠানের প্রাসঙ্গিকতা প্রয়োজনীয়তার কথা বারবার উল্লেখ করেন।








