প্রতিবেশী পত্রিকার শারদ সংখ্যার প্রকাশ অনুষ্ঠান
নীরেশ ভৌমিক : গত ১৫ অক্টোবর বিশিষ্ট কবি ও সাহিত্যিক বাসুদেব মুখোপাধ্যায় সম্পাদিত প্রতিবেশী (নবপর্যায়) পত্রিকার শারদীয়া সংখ্যার প্রকাশ অনুষ্ঠান হয় গোবরডাঙ্গার গবেষণা পরিষদে।
এদিন অপরাহ্ণে গবেষণা পরিষদের সভাকক্ষে এক মনোজ্ঞ অনুষ্ঠানে পত্রিকাটির আনুষ্ঠানিক প্রকাশ করেন রাজ্য শিক্ষা দফতরের অবসরপ্রাপ্ত ডেপুটি ডিরেক্টর দিব্য গোপাল ঘটক।
প্রবীণ সাহিত্যিক ঋতুপর্ণ বিশ্বাস এর পৌরহিত্যে অনুষ্ঠিত পুস্তক প্রকাশ অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে ছিলেন, অবসরপ্রাপ্ত শিক্ষক ডঃ সুনীল বিশ্বাস, বর্ষিয়ান শিক্ষক কালিপদ সরকার ও বিশিষ্ট সমাজকর্মী গোবিন্দলাল মজুমদার ও গবেষণা পরিষদের দীপক কুমার দাঁ প্রমূখ।
উপস্থিত সকলকে স্বাগত জানান পত্রিকার সম্পাদক বাসুদেব মুখোপাধ্যায়। বিশিষ্ট সঙ্গীত শিল্পী কুমকুম চ্যাটার্জীর গাওয়া সংগীতের মধ্যে দিয়ে পত্রিকা প্রকাশ অনুষ্ঠানের সূচনা হয়।
প্রতিবেশী পত্রিকার আবরণ উন্মোচন করে কবি-সাহিত্যিক দিব্য গোপাল ঘটক গোবরডাঙ্গা সহ এতদঞ্চলের কাব্য সাহিত্যচর্চা ও প্রসার এবং সেইসঙ্গে রাজ্যের শিক্ষা ব্যবস্থার বিষয়টির উপর আলোকপাত করে মনোজ্ঞ ভাষণ দান করেন।
শ্রী ঘটকের কন্ঠে এদিন তার স্বরচিত কবিতা ইছামতির কড়চা কবিতা পাঠ উপস্থিত সকলের প্রশংসা লাভ করে। লিটল ম্যাগাজিনের অতীত ও বর্তমান বিষয়ে বক্তব্য রাখেন কবি অর্চনা দে বিশ্বাস ও দীপক কুমার দাঁ প্রমূখ বিশিষ্ট কবি সাহিত্যিক’গণ।
বিশিষ্ট গবেষক বাসুদেব মুখোপাধ্যায় উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে বন্ধ হয়ে যাওয়া প্রতিবেশী পত্রিকার পুনঃ প্রকাশের ইতিবৃত্ত তুলে ধরে সহযোগী কবি সাহিত্যিক’গণকে সাধুবাদ জানান।