জেলার খবরস্বাস্থ্য

প্রতিষ্ঠা দিবসে রক্তদান ও স্বাস্থ্য শিবির নিবেদিতা শিশু তীর্থে

নীরেশ ভৌমিক : গত ১৪ই এপ্রিল ছিল গোবরডাঙ্গার অন্যতম শিশু শিক্ষা প্রতিষ্ঠান নিবেদিতা শিশু তীর্থের ৩৫ তম প্রতিষ্ঠা দিবস। দিনটিকে স্মরণীয় করে রাখতে নানা অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয়ের কর্তৃপক্ষ। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এবারও ছিল স্বেচ্ছা রক্তদান ও বিনাব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির।

এদিনের রক্তদান শিবিরে কলকাতার সেন্ট্রাল ব্লাড ব্যাংকের চিকিৎসক ও কর্মী’গণ মোট ১৭৯ জন স্বেচ্ছা রক্তদাতার রক্ত সংগ্রহ করেন। গ্রীষ্মের দিনের ব্লাড ব্যাংকের রক্তের সংকট দূর করতে শিশু শিক্ষালয় নিবেদিতা শিশু তীর্থ কর্তৃপক্ষের এই মহতী উদ্যোগকে সকলেই সাধুবাদ জানান।

এদিন সকালেই বিদ্যালয়ে অঙ্গনে প্রতিষ্ঠিত সমাজসেবিকা সিস্টার নিবেদিতার পূর্ণাবয়ব মূর্তিতে ফুল-মালা অর্পণ করে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আয়োজিত নানা অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত সকল অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিবর্গকে স্বাগত জানান প্রতিষ্ঠানের প্রাণপুরুষ বিশিষ্ট শিক্ষাব্রতী সান্তনু দে।

‘আদর্শ শিক্ষার্থী: আদর্শ পিতা-মাতা’ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন বিশিষ্ট আলোচক শ্রীমৎ স্বামী সেবাপরায়ণন্দজী মহারাজ। বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশ্নোত্তর প্রতিযোগিতা বেশ আকর্ষণীয় হয়ে ওঠে। কচি-কাঁচা পড়ুয়াগণ পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংস্কৃতিপ্রেমী বহু মানুষের উপস্থিতি চোখে পড়ে।

স্বাস্থ্য শিবিরের বিশেষজ্ঞ চিকিৎসক’গণ বিনা পারিশ্রমিকে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন ও প্রয়োজনীয় পরামর্শ দেন। ছিল বিনাব্যয়ে প্রেসার, সুগার ও রক্ত পরীক্ষার ব্যবস্থা। সবকিছু মিলিয়ে নিবেদিতা আয়োজিত ৩৫ তম বর্ষের প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠান এলাকায় বেশ সাড়া ফেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *