প্রতি বছরের মত এ বছরও রাখী বন্ধন উৎসব ২০২৩ হলো গোবরডাঙ্গা মৃদঙ্গমের
নীরেশ ভৌমিক : প্রতিবছরের মতন এই বছরও গোবরডাঙ্গা মৃদঙ্গম রাখি বন্ধন উৎসব পালন করেছে, গোবরডাঙ্গা বাজার কর কেবিন মোড়ে। এই বছর গোবরডাঙ্গা মৃদঙ্গমের রাখি বন্ধন উৎসব ১১ বছরে পরলো। সকাল আটটা থেকে ১১ টা পর্যন্ত তাদের এই উৎসব অনুষ্ঠিত হয়েছে ,কবিতা গান এবং বক্তব্যের মধ্য দিয়ে।
এই ‘রাখি বন্ধন’ বা ‘রক্সা বন্ধন’ ভারতবর্ষের একটি বিশেষ উৎসব হিসেবে যুগ যুগ ধরে পালিত হয়ে আসছে । এই উৎসব শুধুমাত্র এক ভাই ও বোনের মধ্যেই নয়; মানুষের সঙ্গে মানুষের, এক জাতির সঙ্গে অন্য জাতির, এক ধর্মের সঙ্গে অন্য ধর্মের, এক ভাষার সঙ্গে অন্য আর এক ভাষার বন্ধনের উৎসব, মিলনের উৎসব, একাত্বতার উৎসব ।
বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে ১৯০৫ এর ১৬ই আগস্ট ‘রাখি বন্ধন’ উৎসব হয়ে উঠেছিল হিন্দু-মুসলিমের, এক-সম্প্রীতির উৎসব । রবীন্দ্রনাথ ঠাকুর যে সৌভ্রাতৃত্বের সূচনা করেছিলেন রাখি বন্ধন এর মধ্য দিয়ে সেই ধারা আজও চলছে।
এই ‘রাখি বন্ধন’ উৎসব পালনের মধ্যে দিয়ে, দেশ, কাল, ধর্ম, জাতি এই সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে, মৃদঙ্গম মানবতাকে সর্বদা রক্ষা করার চেষ্টা করে চলেছে। মৃদঙ্গমের রাখি বন্ধনের এই উৎসবে উপস্থিত ছিলেন গোবরডাঙ্গা পৌরসভার পৌরপিতা শ্রী শঙ্কর দত্ত মহাশয়।
উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক শ্রী নিরেশ ভৌমিক ও পাঁচু গোপাল হাজরা মহাশয় । গোবরডাঙ্গা মৃদঙ্গম এর পক্ষ থেকে সংস্থার সম্পাদক সৌমিতা দত্ত বনিক সকল অতিথিদের বরণ করে নেন। এই সমগ্র অনুষ্ঠানটি সুন্দর এবং সাফল্যের সাথে সম্পূর্ণ হয়েছে। গত ৩০ শে আগস্ট ঠাকুরনগর প্রতিধ্বনি সাংস্কৃতিক সংস্থার আয়োজনে ঠাকুরনগর রেলওয়ে স্টেশনেও “রাখি বন্ধন’ উৎসব পালিত হয়।