‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’ তালিকায় সজন পোশণ সহ একাধিক সমস্যা সমাধানের দাবীতে মালিপোতা পঞ্চায়েত প্রধানকে ডেপুটেশন বিজেপির
পারফেক্ট টাইম ওয়েব ডেক্স : বাগদা রকের মালিপোতা অঞ্চলের বিভিন্ন গ্রামের বহু সাধারণ পরিবার ‘প্রধাণমন্ত্রী আবাস যোজনা’ তালিকা থেকে বঞ্চিত হয়েছে এবং যে তালিকা প্রকাশিত হয়েছে তাতে সজন পোশণ ও বহু ত্রুটি আছে এমন অভিযোগের ভিত্তিতে বিশেষ করে আদিবাসী সমাজের লোক বঞ্চিত হয়েছে, তাছাড়া বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা থেকে বহু যোগ্য ব্যক্তি বঞ্চিত, নাটাবেড়িয়া থেকে আইশমালী পর্যন্ত প্রধাণ সড়ক পথটি চলাচলের অযোগ্য। এই সমস্যগুলি অবিলম্বে সমাধানের দাবীতে গত জানুয়ারী মালিপোতা গ্রাম পঞ্চায়েত প্রধানকে ডেপুটেশন দেন স্থানীয় বিজেপি নেতৃত্ব।
তাদের দাবী সমূহ ১। প্রধাণমন্ত্রী আবাস যোজনার তালিকায় স্বচ্ছতা আনতে হবে। ২। পূর্বে এই কোটায় গৃহ প্রাপক ব্যক্তির নাম তালিকা নামের তালিকা প্রকাশ। ৩। পূর্বে গৃহপ্রাপক ব্যক্তিদের প্রদেয় অর্থের তালিকা প্রকাশ। ৪। গ্রাম সভায় গৃহীত নতুন আবেদন গুলির যচাইকরণ করতে হবে। ৫। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার জন্য নতুন ব্যক্তিদের নাম নথিভুক্ত -করণ। ৬। আইশমালী হইতে নাটাবেড়িয়া পর্যন্ত প্রধাণ সড়কটির সংস্কার। ৭। হর্টিকালচার বা উদ্যানপালন প্রকল্পের প্রাপকগণের তালিকা প্রকাশ করতে হবে। উপরিক্ত দাবীগুলি অবিলম্বে পূরণ বা মূল্যায়ণ না হলে ‘ভারতীয় জনতা পার্টি ’ সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হুশিয়ারী দেন বলে জানা গেছে। এই আন্দলনের অগ্রভাগে থেকে বিশেষ ভাবে নেতৃত্ব দেন বিজেপির জেলা নেতা অমৃত লাল বিশ্বাস।