প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের ভেরিফিকেশন কাজ করতে গিয়ে উপভোক্তাদের হুমকি, আতঙ্কে আশা কর্মীরা, বিডিওতে ডেপুটেশন বাগদায়
পারফেক্ট টাইম থেকে উৎস সাহার রিপোর্ট : বাগদা, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের ভেরিফিকেশন কাজ করতে যেয়ে উপভোক্তাদের হুমকিতে, আতঙ্কে দিন কাটাচ্ছে বাগদার আশা কর্মীরা, সমাধান চেয়ে আজ তারা ডেপুটেশন দিল বিডিওতে। তারা লিখিত ভাবে বাগদার বিডিও সাহেবকে জানান, এই সার্ভের কাজ করতে গিয়ে রাজ্যজুড়ে যে আতঙ্ক জনক পরিস্হিতি সৃষ্টি হচ্ছে বাগদাও তার বাইরে নয়।
ন্যায় সংগত ভাবে অর্থাৎ দল-মত ধর্ম-বর্ণের উর্ধ্বে উঠে কাজ করতে গেলে জীবন নাশের হুমকি আসছে চারিদিক থেকে। এলাকায় বসবাস করা দায় হয়ে পড়ছে তাদের। যে কোন সময়ে তাদের বড় ধরনের ক্ষতিও হয়ে যেতে পারে বলে মনে করছেন তারা। সাংবাদিকদের কাছে এমনটায় জানালেন ভীত সন্ত্রস্থ কতিপয় আশা কর্মী।
বাগদার রণঘাট অঞ্চলের বৈকুলা সাব-সেন্টারে কর্মরত আশা কর্মী ঊমা মন্ডল জানান, প্রতিদিন অসংখ্য লোক আসছে তার বাড়িতে, এর আগেও বিডিও সাহেবে জানিয়েছেন, পুলিশও গেছে, ঘটনার তদন্ত করেছে, তারপরেও জীবন নাশের হুমকি প্রদান অব্যাহত রয়েছে তার। হেলেঞ্চা সাব-সেন্টারের আশা কর্মী ইতি রায় এবং কাশীপুর গ্রামের আশা কর্মী টিংকু রায়ও একই ধরনের অভিযোগ করেন।
তাদেরও জীবননাশের হুমকি প্রাপ্তি নিত্যদিনের ঘটনা হয়ে দাড়িয়েছে। তারাও পৃথক পৃথক ভাবে তাদের সঙ্গে ঘটা ঘটনার বিবরন দিয়ে লিখিত ভাবে বিডিও সাহেবকে জানান আজ। আশা কর্মীদের দুরবস্থার কথা শুনে জয়েন্ট বিডিও সাহেব তাৎক্ষনিক ভাবে বিভিন্ন জন প্রতিনিধির কাছে ফোন করে কথা বলেন এবং সমস্যা সমাধানের জোর প্রচেষ্টা চালান।