প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে শিব মন্দিরে পূজো দিয়ে তাঁর সর্ব্বাঙ্গীন মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে বিলি করা হল ফল ও মিষ্টি
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার গৌরব কর্মকারের সাথে ক্যামেরায় দীপ্যমান সাহা : আজ সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে বাগদা শিব মন্দিরে পূজো দিয়ে তাঁর সর্ব্বাঙ্গীন মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে দলীয় কর্মী ও উপস্থিত সাধারন মানুষের মধ্যে বিতরন করা হল হল ফল ও মিষ্টি। বাগদা ১ নং মন্ডলের সভাপতি সুজয় বিশ্বাসের নেতৃত্বে অনুষ্ঠিত বাগদা প্রধান শিব মন্দিরে এই মহতী পূজানুষ্ঠানে বিজেপির বিশিষ্ঠ নেত্রবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন,
বনগাঁ সাংগঠনিক জেলার সহঃসভাপতি দেবর্ষি বিশ্বাস, বাগদার ১নং মন্ডল সভাপতি সুজয় বিশ্বাস, স্থানীয় বিজেপি নেতৃত্ত্ব সুব্রত ওরফে মানিক ঘোষ, বিশ্বজিৎ পাল, সুরজিৎ শিকদার, গনেষ বিশ্বাস, মধু সর্দার, কমল সর্দার,অসিত সর্দার, ভগিরথ সর্দার,স্বপন সর্দার প্রমূখ।
এই অনুষ্ঠানে বনগাঁ সাংগঠনিক জেলার সহঃসভাপতি দেবর্ষি বিশ্বাস ও বাগদার ১নং মন্ডল সভাপতি সুজয় বিশ্বাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সারা ভারতবর্ষ জুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭২ তম জন্মদিন উদযাপনকে কেন্দ্র করে যে সেবা সপ্তাহ পালন করা হচ্ছে আজকের বাগদা শিব মন্দিরে পূজা, ফল-মিষ্টি বিতরন, প্রধান মন্ত্রীর দীর্ঘায়ু ও মঙ্গল কামনা সহ ১৪০ কোটি ভারতবাসীর মঙ্গল সুস্বাস্থ্য কামনা তারই একটা অংশ।