শিক্ষাসর্ম্বধনা

প্রধান শিক্ষিকার বিদায় অনুষ্ঠানে বিদ্যালয় পত্রিকা প্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গাইঘাটার কাটাখালি আর.পি.বিদ্যালয়ে

নীরেশ ভৌমিক : বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধানা শিক্ষিকা সুনীতা দে (পাল)-এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে গত ১৬ই আগষ্ট গাইঘাটা পূর্ব চক্রের কাটাখালি আর.পি. বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীগণ এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেন।

এদিন মধ্যাহ্নে বিদ্যালয়ের নবনির্মিত মুক্তমঞ্চ ‘প্রথম সোপান’-এ বিশিষ্ট সংগীত শিল্পী রামপ্রসাদ চক্রবর্তীর গাওয়া মনোজ্ঞ সংগীতের মধ্য দিয়ে আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয়। দীর্ঘ ২৫ বছরের শিক্ষকতা জীবন শেষে প্রধানা শিক্ষিকা সুনীতা দেবী সম্প্রতি অবসর গ্রহণ করেন।

এদিন তাঁর বিদ্যালয়ের সহকর্মী শিক্ষক শিক্ষিকা, সুকুমারমতি ছাত্রছাত্রী, প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকগণ সকলে অশ্রুসজল নেত্রে ও নানা উপহারে সকলের প্রিয় মাতৃসমা শিক্ষিকা সুনীতা দেবীকে বিদায় সংবর্ধনা জ্ঞাপন করেন।

সেই সঙ্গে এদিন বিদ্যালয়ের কচি-কাচা পড়ুয়াদের লেখায় ও ছবিতে সমৃদ্ধ বিদ্যালয় পত্রিকা ‘ভোরাই’- এর প্রথম সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ করেন বিদায়ী প্রধান শিক্ষিকা সুনীতা দে (পাল) ।

পত্রিকা সভাপতি বিদ্যালয়ের সহ-শিক্ষক ঝন্টু সাহা ও শিক্ষক শ্রী আবীর পালের সম্পাদনায় ঝকঝকে ছাপা ও নয়নকারা প্রচ্ছদে প্রকাশিত পত্রিকা ‘ভোরাই’ উপস্থিত সকল বিশিষ্ট জনদের উচ্ছসিত প্রশংসা লাভ করে।

পত্রিকা সম্পাদক ও শিক্ষক আবীর বাবু বলেন বিদ্যালয়ের কোমলমতি পড়ুয়াদের অন্তর্নিহিত সুপ্ত প্রতিভার বিকাশসাধনের লক্ষে এই পত্রিকা খুবই কার্যকরী হয়ে উঠবে। তবে একটি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে এধরণের একটি পত্রিকা প্রকাশ করা খুবই দুরূহ ব্যাপার। এমন নজীর খুব একটা নেই বলেই সকলে মন্তব্য করেন।

এদিনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্রছাত্রীগণ পরিবেশিত সংগীত,নৃত্য, আবৃত্তি এবং যোগাসন সমবেত সকলকে মুগ্ধ করে। অনিশা সরকারের কবিতা আবৃত্তি, ছোট্ট অস্মিতা দাসের যোগ প্রদর্শনী এবং বিদ্যালয়ের ছাত্রীদের নৃত্যানুষ্ঠান এদিনের অনুষ্ঠানকে সার্থক করে তোলে।

এদিনের অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলসরা গ্রাম পঞ্চায়েতের মাননীয়া প্রধান শ্রীমতি টুসী রায় (সেন), বিশিষ্ট শিক্ষক ও শিক্ষক নেতা বিপ্লব মজুমদার, পার্শ্ববর্তী বিদ্যালয়ের শিক্ষিকা আল্পনা সিকদার, রঞ্জনা মন্ডল, শিক্ষক হারান চন্দ্র সানা, বিপ্লব সাধন বোস এবং স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যা শম্পা পাল প্রমুখ।

বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত শিক্ষিকা শ্রীমতি সুনীতা দত্ত উপস্থিত সকলকে অভিনন্দন জ্ঞাপন করেন। উপস্থিত সকলেই বিদায়ী প্রধানা শিক্ষিকা সুনীতা দেবীর অবসর জীবনের সুখ শান্তি এবং সুস্থ্যতা কামনা করেন।

বিদ্যালয়ের নবাগত শিক্ষক সুশান্ত সরকার এবং শিক্ষক ধনঞ্জয় মজুমদারের সুচারু সঞ্চালনায় প্রধান শিক্ষিকার বিদায় সংবর্ধনা উপলক্ষে আয়োজিত সমগ্র অনুষ্ঠান বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *