জেলার খবর

প্রয়াত হলেন বিশিষ্ঠ সাহিত্যিক-লেখক-সাংবাদিক-অভিনেতা-সমাজকর্মী শ্রী রাসমোহন দত্ত

পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার নীরেশ ভৌমিক : চাঁদপাড়া, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে গোবরডাঙ্গা সেবা ফার্মাস সমিতির সাহিত্য সভার অন্যতম পরিচালক বিশিষ্ঠ সাহিত্যিক-লেখক-সাংবাদিক-অভিনেতা-সমাজকর্মী শ্রী রাসমোহন দত্ত 22/02/23 তারিখ রাত ১টা৩০মি:প্রয়াত হয়েছেন।

ফাইল চিত্র – এভাবে আর কোন দিন দেখা যাবেনা রাসমোহনদাকে

তার মৃত্যুতে সাহিত্য জগতের অপুরনীয় ক্ষতি হলো। গোবরডাঙ্গা সেবা ফার্মাস সমিতির সকল স্বেচ্ছাসেবক-শুভানুদ্বায়ী এবং মসলন্দপুরবাসীর পক্ষ থেকে তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *