গ্রামের খবর

প্রসব যন্ত্রনায় ছটফট করতে থাকা এক পথ সারমেয়কে পশু চিকিৎসকের মাধ্যমে ডেলিভারির ব্যাবস্থা করে আবারও মানবিকতার নজির গড়লেন এলাকার তরুণ সমাজসেবী সুজিত বিশ্বাস

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : প্রসব যন্ত্রনায় ছটফট করতে থাকা এক পথ সারমেয়কে পশু চিকিৎসকের মাধ্যমে ডেলিভারির ব্যাবস্থা করে আবারও মানবিকতার নজির গড়লেন এলাকার তরুণ সমাজসেবী সুজিত বিশ্বাস। আজ বেলা ৩টার সময় সিন্দ্রানি গ্রাম পঞ্চায়েতের নলডুগরী বাজারে কর্তব্যরত এক সিভিক ভলান্টিয়ারের নিকট থেকে ফোনে জানতে পেরে দ্রুত বনগাঁ মহকুমা পুলিশ আধিকারিক তথা পশুপ্রেমী অশেষ বিক্রম দস্তিদার মহাশয় কে বিষয়টি অবহিত করেন।

এবং পশুপ্রেমী উক্ত পুলিশ আধিকারিকের পরামর্শেই সুজিত বাবু প্রানী মিত্র তথা পশু চিকিৎসক জয়দীপ তরফদার কে ফোন করে কুকুরটিকে সুচিকিৎসার ব্যাবস্থা করে দেওয়ার জন্য অনুরোধ করেন, এবং উক্ত সিভিক ভলেন্টিয়ার প্রহ্লাদ মন্ডল কেও ফোন করে চিকিৎসক মহাশয়কে সহযোগিতা করতে অনুরোধ করেন। শ্রী বিশ্বাসের মানবিক উদ্যোগে পথ সারমেয়টির সুচিকিৎসা শেষে ডেলিভারি সম্পন্ন হয়।

বাগদা ব্লকের অসংখ্য যুবক ছেলে মেয়েদের মধ্যে, সমাজসেবী বলতে একথায় যার নাম প্রথমেই উঠে আসে তিনিই এই সুজিত বিশ্বাস।  পেশায় একজন এলআইসি এজেন্ট, বয়স অল্প হলেও অসহায় মানুষের পাশে থাকার নিরিখে আলোচিত নাম। এ প্রসঙ্গে সমাজসেবী সুজিত বাবু বলেন, বর্তমান পৃথীবিতে আমরা সব সময় নিজেদের কথা বেশি চিন্তা করি, কিভাবে নিজেরা ভালো থাকবো সেই বিষয়টিকেই প্রাধান্য দিই। কিন্তু আশপাশের অবলা জীব জন্তুর প্রতি আমাদের কোন খেয়ালই থাকে না। সারাজীবন এক ছাদের নীচে থেকেও কখনো কখনো প্রিয়জনের বেইমানি করতে বিবেকে বাঁধে না। সেই অর্থে কুকুর কিন্তু প্রভু ভক্ত, সে কখনো বেইমানি করে না। স্বভাবজাত কারনেই সে অতীতে প্রভু ভক্ত ছিল, এখনো আছে এবং আগামীতে থাকবে। সেজন্য মানবিকতার টানে উল্লেখিত কুকুরটির চিকিৎসার উদ্যোগ নেওয়া হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *