প্রাতঃভ্রমন কালে হরিহরপুর গ্রামের ২০ জন দুঃস্থ রোগীর দন্ত পরীক্ষা করে তাদের মাঝে বিনামুল্যে ওষুধ বিতরন করলেন ডেন্টাল সার্জেন ডাঃ অলোক দাস
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : বাগদার বিশিষ্ট দন্তরোগ বিশেষজ্ঞ ডাঃ অলোক দাস (ডেন্টাল সার্জেন) প্রাতঃভ্রমন কালে হরিহরপুর গ্রামের ২০ জন দুঃস্থ রোগীর দন্ত পরীক্ষা করে তাদের মাঝে বিনামুল্যে ক্যালসিয়াম ক্যাপ. মাল্টিভিটামিন ক্যাপ, গ্যাসের ক্যাপ, মেডিকেটেড টুথ পেষ্ট ইত্যাদি বিতরন করেন বলে জানা গেছে।
গরীব দরদী ডাক্তার ডেন্টাল সার্জেন ডাঃ অলোক দাস কে সকালে একেবারে বাড়িতে পেয়ে আপ্লুত হরিহরপুর গ্রামের সাধারন মানুষ।