প্লাটিনাম জয়ন্তী উৎসবের শুভারম্ভ হল বিষ্ণুপুর ফরিদকাটি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার নীরেশ ভৌমিক : চাঁদপাড়া, বিষ্ণুপুর ফরিদকাটি নিম্ন বুনিয়াদী বিদ্যালয় প্লাটিনাম জয়ন্তী উৎসবের শুভারম্ভ হল ৫ই জানুয়ারি সকাল ১১টায়।
অনুষ্ঠানের প্রারম্ভে জাতীয় পতাকা উত্তোলন করেন গাইঘাটা পূর্ব চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক বিদিশা দাস, বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন সুটিয়া গ্রাম পঞ্চায়েতের শিক্ষা বন্ধু মিলন কান্তি সাহা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার ঘোষ।
এরপর পর্যায়ক্রমে জাতীয় সংগীত পরিবেশন শহীদ বেদীতে মাল্যদান ও নীরবতা পালনের পরে সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হলো এরপর প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সামগ্রিক অনুষ্ঠানটি শুরু হলো প্রদীপ প্রজ্বলন করলেন মঞ্চে উপস্থিত সকল গুণী ব্যক্তি ও বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ।
মঞ্চে উপস্থিত ছিলেন সুটিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মিহির বিশ্বাস, গাইঘাটা পূর্বচক্রের অবর বিদ্যালয় পরিদর্শক বিদিশা দাস, উপস্থিত ছিলেন সুটিয়া অঞ্চলের শিক্ষা বন্ধু মিলন কান্তি সাহা, নির্মলা প্রভা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ চন্দ্র দাস,
পশ্চিমবঙ্গ তৃণমূল শিক্ষা সমিতির সভাপতি স্বপন পাঠক, গাইঘাটা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শ্রীমতি রাজশ্রী গুহ হ অনেক গুণী মানুষ। বিষ্ণুপুর ফরিদকাটি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী উৎসবের প্রথম দিনে অনুষ্ঠানে ছিল নৃত্য ,সংগীত, আবৃত্তি মূকাভিনয় সহ দুটি নাটক।