পড়শির সঙ্গে স্ত্রীর পরকীয়া সন্দেহে খুন পড়শি,এবং স্বামীর প্রহারে আহত স্ত্রী বাগদার খদ্দকুলবেড়ে গ্রামে
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক, বাগদা : স্রেফ সন্দেহের বশে পড়শিকে খুন করে নিজের স্ত্রীকে খুনের চেষ্টার অপরাধে শ্রীঘরে গেল বাগদা ব্লকের রণঘাট অঞ্চলের খদ্দকুলবেড়ে গ্রামের বাসুদেব ঘোষ। জানা গেছে, পড়শির সঙ্গে নিজের স্ত্রী কাকলীর পরকীয়া সম্পর্ক রয়েছে, এই সন্দেহ পড়শি আনন্দ ঘোষ(৩৭)এর মাথায় কুড়ুলের কোপ মেরে হত্যা করলো একই গ্রামের বাসুদেব ঘোষ।
ঘটনাটি ঘটেছে আজ সকালে রণঘাট অঞ্চলের খদ্দকুলবেড়ে গ্রামের পাড়ুই পাড়ায়। স্থানীয়রা জানান, পরকীয়া সংক্রান্ত ব্যাপারে দুই বন্ধু আনন্দ ঘোষ ও বাসুদেব ঘোষের মধ্যে বাক-বিতণ্ডার এক পর্যায়ে বাসুদেব ঘোষ নিজের বন্ধুকে হাতে থাকা কুড়ুলের কোপে খুন করে আনন্দ ঘোষকে। বন্ধুদের সাথে গল্প করার সময়ে বাসুদেব আনন্দের মাথায় কুড়ুলের কোপ বসিয়ে দিলে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে সে।
এর পর বাড়িতে গিয়ে সে তার স্ত্রী কাকলি ঘোষের উপরের হামলা চালায়। প্রান বাঁচাতে পালানোর চেষ্টা করেও স্বামীর হাতে আহত হয় স্ত্রী কাকলি ঘোষ। স্থানীয়রা দ্রুত আনন্দ ঘোষ ও কাকলী ঘোষকে চিকিৎসার জন্য বাগদা গ্রামীণ হাসপাতাল নিয়ে যায়, কাকলীর অবস্থা ততটা মারাত্মক না হওয়ায় বাগদা হাসপাতালের চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার ছেড়ে দেন।
তবে আনন্দ ঘোষকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত বনগাঁ মহাকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এ ব্যাপারে বাগদা থানায় মামলা হয়েছে। গ্রেফতার হয়েছে আসামী বাসুদেব ঘোষ।