ফেনসিডিল, গাঁজা, ২টা চার চাকা গাড়ি সহ গ্রেফতার চোরাচালানী
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : ১০৭ নং ব্যাটালিয়নের গোয়েন্দা শাখার নির্দিষ্ট ইনপুটের ভিত্তিতে ১০৭ নং ব্যাটালিয়নের জওয়ানরা বাগদা ব্লকের বয়রা গ্রাম পঞ্চায়েতের কুড়ুলিয়া গ্রামের ভিতরে একটি বিশেষ অভিযান চালিয়ে ৩৩৭৫ বোতল ফেনসিডিল এবং ৬ কেজি গাঁজা, ২টা গাড়ি ও উদ্ধারকৃত মালিককে আটক করেছে বলে জানা গেছে। বিএসএফের উর্ধ্বতন কর্মকর্তা সূত্রে জানা গেছে, নির্দিষ্ট খবরের ভিত্তিতে একটি বাড়ি ও গোডাউনে অভিযান চালিয়ে উক্ত উদ্ধারকৃত মালামাল জব্দ করে বাজেয়াপ্ত দ্রব্য সহ মুল অভিযুক্তকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো কলকাতার কাছে হস্তান্তর করা হয়েছে। সূত্রে প্রকাশ, গ্রেফতারকৃত পাচারকারীর নাম কৃষ্ণ পদ পাল(৩১) তার বাবার নাম রাজ কুমার পাল, পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাগদাহের বাসিন্দা সে। পাচারকারী গাড়িতে করে যেসব ফেনসিডিল ও গাঁজা নিয়ে আসত সেগুলো বয়রার সীমান্তবর্তী গ্রামের চোরাকারবারীদের কাছে বিক্রি করত। বিএসএফের জিজ্ঞাসাবাদে কৃষ্ণ পদ পাল আরও স্বীকার করেছে যে, সে গত ৯ মাস ধরে চোরাচালানের সঙ্গে জড়িত ছিল।
সে আরও জানায়, বনগাঁর জনৈক ব্যক্তির কাছ থেকে ফেনসিডিল কিনে উত্তরপাড়া গ্রামের অমিত পরামাণিক, দাসপাড়া গ্রামের জ্যোৎস্না ঘোষ, কুলোনন্দপুরের খোলা দাস ও একই গ্রামের দিনু হালদারের কাছে এসকল মালামাল বিক্রি করে। বিএসএফ সূত্রে জানা গেছে, ৩৩৭৫ বোতল ফেনসিডিল, ৬ কেজি গাঁজা, ২টা গাড়ি সহ পাচারকারী কৃষ্ণপদ পাল গ্রেফতার হলেও গাড়ি দু’টির চালক পদ্মপুকুর গ্রামের বাসিন্দা সাইফুদ্দিন শেখ এবং বনগাঁ শহরের বাসিন্দা বিট্টু মোড় ঘোরার সুযোগে রাতের অন্ধকারে গাছপালা থাকায় পালিয়ে যেতে সক্ষম হয়। যদিও সুত্রে প্রকাশ, একটা গাড়ির চালক পাচারকারী তিনি নিজেই ছিল। সীমান্ত নিরাপত্তা বাহিনীর জনসংযোগ কর্মকর্তা বলেন, সীমান্ত নিরাপত্তা বাহিনী ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান বন্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যার কারণে চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিরা এবং তাদের সহযোগীরা অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছে এবং ধরা পড়ছে। আইন অনুযায়ী তাদের শাস্তি দেওয়া হচ্ছে। উক্ত অফিসার কড়া ভাষায় হুঁশিয়ারী দিয়ে বলেন, আমরা কোনো অবস্থাতেই সীমান্ত দিয়ে চোরাচালান হতে দেব না।