‘ফেরি থিয়েটার ফেস্টিভেল’-এর ১৩তম পর্ব অনুষ্ঠিত হলো গোবরডাঙ্গা শিল্পায়ন ষ্টুডিও থিয়েটারে
নীরেশ ভৌমিক : গত ১৮ ই নভেম্বর ২০২৩ গোবরডাঙ্গা স্বপ্নচর আয়োজিত ‘ফেরি থিয়েটার ফেস্টিভেল’-এর ১৩ তম পর্ব অনুষ্ঠিত হলো গোবরডাঙ্গা শিল্পায়ন ষ্টুডিও থিয়েটারে।
অনুষ্ঠানের সূচনা পর্বে সুব্রত সাধুখাঁ ও সঞ্জয় বসুর সঙ্গীতের সঙ্গে অভিনেত্রী দীপা ব্রহ্মের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি প্রদান করেন গোবরডাঙ্গা থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী অসীম পাল সহ উপস্থিত ব্যক্তিবর্গ। একদিনের এই নাট্য উৎসবে ছিল স্বপ্নচর প্রযোজিত নবতম প্রযোজনা ‘এলারামের ঘড়ি’।
রবীন্দ্র কাব্য অনুসরণে স্বপ্নচরের এই প্রয়াস।রবি ঠাকুরের কবিতা ও তার আধুনিক বাস্তবতাকে ভিত্তি করে সময়ের এক জ্বলন্ত সমস্যা কে নাটকের ভাষায় অত্যন্ত মনোগ্রাহীভাবে উপস্থাপিত হয়েছে মহঃ সেলিমের কলমে ও নির্দেশনায়।
আমাদের চারপাশে যে আগুন জ্বলছে এবং জ্বালানো হচ্ছে আর আমাদের হৃদয়ের গভীরে অবস্থিত এলামের মৌনতা; তারই একটি মর্মস্পর্শী চিত্র নাটকটির মধ্যে ফুটে উঠেছে।
তিনকড়ি ও কর্তা বাবুর চরিত্রে সৌরভ বিশ্বাস ও প্রত্যুষ কর অনবদ্য। এছাড়াও সৌমি সিনহা, সুব্রত সাধুখাঁ, আমির হোসেন, আশীষ কুমার ঘোষ ,অভিজিৎ দাস, সুদীপ্তা দাস ,মহঃ সেলিম প্রত্যেকেই খুবই সাবলীল। আধুনিক নাট্য আঙ্গিকে অভিনীত এই নাটকটিতে মেধাবী নাট্যকার ও নির্দেশক মোঃ সেলিম অনন্য কুশলতায় বিভিন্ন চমকপ্রদ মুহূর্ত তৈরি করেছে। সঙ্গীত প্রয়োগ ও আলোক প্রক্ষেপণ যথাযথ।
আধুনিক নাট্যচর্চার চলমান যাত্রাপথে নাটকটি একটি সংযোজন হয়ে থাকবে। এরপর অনুষ্ঠিত হয় গোবরডাঙ্গা শিল্পাঞ্জলির পুতুল নাচ। সোমা মজুমদার ও শঙ্খব্রত বিশ্বাসের পরিচালনায়। অনুষ্ঠানের শেষ নাটকটি ছিল চাঁদপাড়া অ্যাক্টো প্রযোজিত নাটক ‘ছাঁচ ভাঙ্গার গান’।
পুরুলিয়ার ছৌ নাচের শিল্পীদের জীবন নিয়ে গঠিত নাটকটির নির্দেশনায় শ্রী সুভাষ চক্রবর্তী। অভিনয় শিল্পীদের অসামান্য অভিনয়, ছৌ নৃত্য পরিবেশন দর্শকদের অভিভূত করে তোলে।
অনুষ্ঠানের অন্তিম পর্বে স্বপ্নচর নাট্যদলের কর্ণধার মহঃ সেলিম জানান ,ভ্রাম্যমান এই নাট্যোৎসব তার চরিত্র বজায় রেখে ১৩ তম পর্ব পার করলো। পরবর্তী পর্ব অনুষ্ঠিত হবে নতুন কোন স্থানে। দর্শকদের কাছে থিয়েটার কে পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্বপ্নচরের এই ভ্রাম্যমান নাট্যোৎসব ‘ফেরি থিয়েটার ফেস্টিভেল।’