গ্রামের খবর

বড় দিনে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ চরমন্ডল বাজারে

পারফেক্ট টাইম নিউজ পোর্টাল থেকে তারক বিশ্বাস : বড় দিনের সকালে বাইকে করে যমজ দুই ভাইয়ের আনন্দ করে ঘুরতে যাওয়া যে এত বড় নিরানন্দের কারন হবে তা ভেবেই অবাক বাগদা ব্লকের রণঘাট অঞ্চলের কোলা গ্রাম। গত ২৫ শে ডিসেম্বর এই মর্মান্তিক বাইক দুর্ঘটনাটি ঘটে বাগদা ব্লকেরই চরমণ্ডল বাজারে। জানা গেছে এক মোটর বাইকে যমজ দুই ভাই সহ তাদের এক গ্রাম্য বন্ধু মিলে মোট তিনজন ছিল। সেই সময় চরমন্ডল বাজারে তাদের বিপরিত দিক থেকে দ্রুত গতিতে আসা আরেকটি নীল রং-এর বাইক তাদের লাল রং-এর বাইকে সজোরে ধাক্কা দিলে দুই বাইকের ৫ জনই আহত হয়।

তাদেরকে স্থানীয়রা দ্রুত দত্তফুলিয়া হসপিটালে নিয়ে য়ায়। সেখানে আশংকাজনক তিনজনের প্রাথমিক চিকিৎসার পর রানাঘাট মহকুমা হসপিটালে পরে সেখান থেকে কল্যাণী গান্ধী মেমোরিয়াল হসপিটালে পরে সেখান থেকে কলকাতা পাঠানো হয়। জানা গেছে, কোলা গ্রামের যমজ দু’ভাই সুশান্ত বিশ্বাস(২৩) ও প্রশান্ত বিশ্বাসের(২৩) এর অবস্থা খুবই আশংকা জনক। তবে তাদের বন্ধু গোপাল মন্ডল(২৩) এর অবস্থার উন্নতি হয়েছে বলে জানা গেছে। এই ঘটনার আকস্মিকতায় কান্নায় ভেঙে পড়েছে গোটা গ্রাম। শোকের ছায়া নেমে এসেছে গ্রামের সর্ব্বত্রই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *