জেলার খবরশারদ

বনগাঁয় শারদোৎসবের প্রাক্কালে আইনজীবীদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান

নীরেশ ভৌমিক : সারদ আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার অভিপ্রায়ে দুস্থদের মধ্যে এবারও বস্ত্র বিতরণ করে বনগাঁ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সকল আইনজীবী’গণ। এই মহতী কর্মযোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বনগাঁ মহকুমা আদালতের ল’ক্লার্কস অ্যাসোসিয়েশন ও ল’ক্লার্কস ফোরামের সদস্য’গণও, সহযোগিতা করে বনগাঁর বৃহন্নলা সমিতি।

গত ১৭ অক্টোবর অপরাহ্নে কোর্ট চত্বরে বস্ত্রদান অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন বনগাঁ কোর্টের এসিজেএম বিপ্লব শী, সিভিল জাজ আলফাম ফিরদৌস ও মহাকুমার আরক্ষা আধিকারিক আলফাস ফিরদৌস, বিশিষ্ট বিচারপতি এবং এসডিপিও বস্ত্র বিতরণ

অনুষ্ঠানে উপস্থিত হয়ে কোর্টের ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের এই উদ্যোগকে সাধুবাদ জানান। বর্ষিয়ান বৃহন্নলা লিপি ও লাভলি চ্যাটার্জী আইনজীবীদের এই উদ্যোগের প্রশংসা করে আগামীদিনেও পাশে থাকার প্রতিশ্রুতি দেন। এছাড়া উপস্থিত ছিলেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির নব-নির্বাচিত সভাপতি ইলা বাগচি।

ছিলেন মতুয়া মহাসংঘের বনগাঁ শাখার সদস্য’গণও। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে ছিলেন, যৌথ বারের সভাপতি সুকমলেন্দু সাহা, সমাজকর্মী রতন ঘোষ, সুদীপ ঘোষ, কৃষ্ণপদ চন্দ, বারাসাত জেলা কোটের পিপি বিশিষ্ট আইনজীবী শান্তময় বসু, গৌতম নারায়ণ ভট্টাচার্য ও বনগ্রাম পৌরসভার কাউন্সিলর প্রসেনজিৎ বিশ্বাস প্রমূখ।

অ্যাসোসিয়েশনের সভাপতি অসীম দে ও সম্পাদক সমীর দাস উপস্থিত সকল বিশিষ্টজনদের স্বাগত জানান। বারের সকল আইনজীবী’গণ সকল বিশিষ্টজনদের পুষ্পস্তবকে বরণ করে নেন। সম্পাদক সমীর দাস জানান, রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের অনুপ্রেরণায় ২০১২ সালে এই মহতী কর্মসূচীর সূচনা হয়।

সেই থেকে প্রতিবছর দুর্গাপুজোর প্রাক্কালে এলাকার দরিদ্র পরিবারের মা-বোনেদের হাতে শাড়ি কাপড় তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয়। তরুণ আইনজীবী অর্ঘ্য চ্যাটার্জী জানান, দু’দিনে ১২০০ জন মহিলার মধ্যে নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে। সম্পাদক সমীর দাসের পরিচালনায় এদিনের বস্ত্রদান অনুষ্ঠান সার্থকতা লাভ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *