আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানউৎসবপ্রতিভার সন্ধানেবিনোদনরাজ্যসভা ও সমাবেশসর্ম্বধনাসাংস্কৃতিক অনুষ্ঠান

বনগাঁয় সাড়ম্বরে অনুষ্ঠিত তথ্য ও সংস্কৃতি বিভাগের ‘বাংলা মোদের গর্ব’ শীর্ষক অনুষ্ঠান

নীরেশ ভৌমিক : গত ৫ সেপ্টেম্বর অপরাহ্ণে বনগাঁর অভিযান সংঘ ময়দানে নির্মিত সুসজ্জিত মঞ্চে জেলা তথ্য ও সংস্কৃতি বিভাগের ব্যবস্থাপনায় শুরু হয় ‘বাংলা মোদের গর্ব’ শীর্ষক নানা অনুষ্ঠান।

মঙ্গলদীপ প্রোজ্জ্বলন করে ৩ দিন ব্যাপী আয়োজিত উৎসবের সূচনা করেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি আধিকারিক লিপিকা বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর, বনগাঁ পৌরসভার পৌর প্রধান গোপাল শেঠ, ছিলেন জেলার তথ্য সংস্কৃতি আধিকারিক পল্লব পাল,

প্রসেনজিৎ মন্ডল, বসিরহাটের বিভাগীয় আধিকারিক রমা রানী দত্ত, বসিরহাটের সুস্মিতা দেবী, বনগাঁর তথ্য ও সংস্কৃতি আধিকারিক গোপাল সাহা, ছিলেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাকচি,

জেলা পরিষদ সদস্যা শিপ্রা বিশ্বাস, বনগাঁ পৌরসভার কাউন্সিলর নারায়ণ ঘোষ, উপ পৌরপতি জোৎস্না আঢ‍্য সহ অন্যান্য কাউন্সিলরগণ। উদ্যোক্তারা সকলকে পুষ্পস্তবক, উত্তরীয় ও স্মারক উপহারে বরণ করে নেন।

উপস্থিত সকলের সমবেত কন্ঠে রাজ্য সংগীত ‘বাংলার মাটি, বাংলার জল, পুণ্য হউক হে ভগবান’ পরিবেশিত হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত লোকপ্রসার প্রকল্পের শিল্পীগণ নানা সাজে ও নানা অনুষ্ঠানে আগত বিশিষ্টজনদের অভিবাদন জানান।

বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁদের বক্তব্যে বাংলা ভাষার অস্তিত্ব, বাংলার শিল্প ও সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্য ইত্যাদি তুলে ধরে আমাদের মাতৃভাষা বাংলার গরীমা রক্ষার আহ্বান জানান। পরিশেষে সমবেত কন্ঠে গাওয়া জাতীয় সংগীতের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সুসজ্জিত অনুষ্ঠান অঙ্গনে তথ্য ও সংস্কৃতি দপ্তর আয়োজিত ‘উন্নয়নের পথে, মানুষের সাথে’ শীর্ষক প্রদর্শনী উপস্থিত সকলের নজর কাড়ে। সাহিত্য, সংস্কৃতি, হস্তশিল্প সহ বিভিন্ন খাবারের স্টলও মেলায় স্থান পায়।

মেলা, প্রদর্শনী, এক্সপো ছাড়াও প্রতিদিন অপরাহ্ন থেকে অনুষ্ঠান প্রাঙ্গণের আলোকজ্জ্বল মঞ্চে প্রখ্যাত সঙ্গীত শিল্পীদের সঙ্গীতানুষ্ঠানে এলাকার সাংস্কৃতি প্রেমী বহু মানুষের সমাগম ঘটে।

নানা অনুষ্ঠান ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আয়োজিত মেলা ও প্রদর্শনী সার্থক হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *