রাজ্য

বনগাঁর কৃতি সন্তান স্বনামধন্য হোমিওপ্যাথি চিকিৎসক ডাঃ এস পি দের নবম মৃত্যু দিবস উদযাপিত হল বাগদায়

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : বাগদা, আজ বাগদার ঐতিহ্যবাহী কেজি স্কুল’ সত্যানন্দ বিদ্যানিকেতনে সাড়ম্বরে উদযাপিত হল হোমিওপ্যাথির জনক মহত্যা সামুয়েল হ্যানিম্যানের অন্যতম অনুসারী হ্যানিম্যানীয় হোমিওপ্যাথির দিকপালদের অন্যতম, বনগাঁর কৃতি সন্তান স্বনামধন্য হোমিওপ্যাথি চিকিৎসক ডাঃ এস পি দের নবম মৃত্যু দিবস।

বাগদা ব্লকের অসংখ্য হোমিওপ্যাথি চিকিৎসকগনের স্বতঃস্ফুর্ত অংশ গ্রহনে, ডাঃ শুশিল কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে বিশিষ্ট ডাক্তার বাবুদের মধ্যে উপস্থিত ছিলেন এবং যাদের গৌরবময় উপস্থিতিতে অনুষ্ঠিনটি সমৃদ্ধ হয়, তাদের মধ্যে ছিলেন, কলকাতা বালিগঞ্জের প্রখ্যাত হোমিও চিকিৎসক ডাঃ বিপ্লব দাস,

বনগাঁর প্রখ্যাত হোমিও চিকিৎসক ডাঃ শংকর পাল, বসিরহাটের প্রখ্যাত হোমিও চিকিৎসক ডাঃ সিদ্ধেশ্বর মন্ডল, বনগাঁর প্রখ্যাত হোমিও চিকিৎসক ডাঃ বাদল চন্দ্র ঘোষ, বাগদার প্রখ্যাত হোমিও চিকিৎসক ডাঃ মনতোষ বাইন, বাগদার বিশিষ্ঠ হোমিও চিকিৎসক তথা বাগদা হোমিওপ্যাথি মেডিক্যাল ফোরামের সভাপতি ডাঃ উত্তম কুমার সাহা, বিশিষ্ঠ হোমিও চিকিৎসক ডাঃ তৃষ্ণা পাল, ডাঃ কমল বিশ্বাস প্রমূখ।

উল্লেখ্য অনুষ্ঠানের আয়োজকদের তালিকার শীর্ষে ছিলেন, ভারত বর্ষের স্বনামধন্য হোমিওপ্যাথি চিকিৎসক প্রয়াত ডাঃ এস পি দের অনুগামী তথা বাগদার অন্যতম হোমিও চিকিৎসক ডাঃ নিমাই শর্ম্মা, ডাঃ শুশিল কুমার বিশ্বাস, ডাঃ বাসুদেব বিশ্বাস, ডাঃ দেবব্রত হাজরা, ডাঃ দিলিপ পাল, সুশান্ত সাঁতরা প্রমূখ। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন বাগদা গ্রীন বার্ড ইনিষ্টিটিউটের প্রধান শিক্ষক তথা বিশিষ্ট হোমিও অনুরাগী সৌমেন বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *