আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

খেলাপ্রতিভার সন্ধানেরাজ্যসর্ম্বধনা

বনগাঁর কৃতী অ্যাথলেটিককে সংবর্ধনা

এম এ হাকিম, বনগাঁ : বনগাঁর এক কৃতী অ্যাথলেটিককে সংবর্ধনা দিলো অ্যাথলেটিক কোচেস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (এসিএবি)। সম্প্রতি ‘হেপ্টাথলন’ ইভেন্টে রাজ্যে সোনা জয় করেছে বনগাঁর মেয়ে বিউটি দাস। এই উপলক্ষে ‘এসিএবি’র কনভেনর ইসমাইল সরদার অ্যাথলেটিক বিউটি দাসকে উৎসাহিত করতে তাঁর হাতে সংবর্ধনা স্মারকপত্র, ফুলের তোড়া, মিষ্টি এবং কিছু আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময়ে তাঁর সঙ্গে ছিলেন, অ্যাথলেটিক প্রশিক্ষণ সংস্থা ‘রুরাল অ্যাথলেটিক্স ডেভেলপমেন্ট একাডেমি’র (রাডা)মুখ্য কোচ অভিজিৎ বিশ্বাস। রবিবার বিউটি দাসের বাড়িতে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে কৃতী অ্যাথলেটিককে সংবর্ধনা প্রদান করা হয়।

বিউটি দাস ৭৩ তম রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় ‘হেপ্টাথলন’ ইভেন্টে অনূর্ধ্ব ১৮ বছর বিভাগে সম্প্রতি স্বর্ণপদক লাভ করেছে। ‘রাডা’র মুখ্য কোচ অভিজিৎ বিশ্বাস বলেন, বিউটি দাস শুধু স্বর্ণপদকই পায়নি, রেকর্ড সৃষ্টি করেছে।

আগের রেকর্ড ছিল ৪ হাজার ৩৩ পয়েন্ট, সেটা অতিক্রম করে সে ৪২০৬ পয়েন্ট অর্জন করেছে। এই সাফল্য আগে কেউ পায়নি। বর্তমানে উচ্চমাধ্যমিকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলোও চালিয়ে যেতে চায় বিউটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *