বনগাঁর বলিয়ানপুরে ইফকোর কৃষক সভা
নীরেশ ভৌমিক: দেশের অন্যতম প্রধান সার প্রস্তুতকারক সংস্থা ইফকোর উদ্যোগে এক কৃষক সভা অনুষ্ঠিত হয় বনগাঁর বলিয়ানপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির সভা গৃহে। গত ১৯ সেপ্টেম্বর অপরাহ্নে সমবায় সমিতির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত কৃষি আলোচনা চক্রে সমিতির ৪৮ জন সদস্য উপস্থিত ছিলেন।
সভায় ইন্ডিয়ান ফার্মাস ফার্টিলাইজার কোম্পানির জেলার ফিল্ড ম্যানেজার ও বিশিষ্ট কৃষি ও সার বিশেষজ্ঞ রীতেশ ঝা, ইফকোর যুগান্তকারী আবিষ্কার ন্যানো ইউরিয়া, ন্যানো ডিএপি(তরল) সারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা এবং সেই সঙ্গে জমি ও ফসলে এই সার ব্যবহারের পদ্ধতি ব্যক্ত করেন।
শুধু তাই নয় সমবেত কৃষকদের সামনে ইফকোর সাগরিকা, বায়ো ফার্টিলাইজার, প্রাকৃতিক পটাশ ইত্যাদি সারের ব্যবহারের প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা করেন সার বিশেষজ্ঞ মিস্টার ঝা।
ন্যানো ডি এ পি জলের সাথে মিশিয়ে সকাল বা বিকেলের হালকা রোদে ফসলে স্প্রে করলে সুফল পাওয়া যাবে বলে কৃষি বিশেষজ্ঞ রীতেশ ঝা আরও জানান।