বনগাঁ পৌরসভার ‘চন্দ্রিকা হলে’ অনুষ্ঠিত হল এক হোমিওপ্যাথিক বৈজ্ঞানিক সেমিনার
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : বনগাঁ পৌরসভার তৃতীয় তলার ‘চন্দ্রিকা হলে’ পশ্চিমবঙ্গের প্রখ্যাত চিকিৎসক প্রয়াত ডাঃ এস পি দে এর স্মরনে আজ অনুষ্ঠিত হল এক হোমিওপ্যাথিক বৈজ্ঞানিক সেমিনার। বনগাঁ মহকুমার শতাধিক হোমিওপ্যাথিক ডাক্তার বাবুদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহনে আজ সকাল ১০টা থেকে বিকেল ৫টা চলে এই সেমিনারের কার্য্যক্রম।
সেমিনারে আর্টিফিসিয়াল ক্রনিক ডিজিজের উপর বক্তব্য রাখেন, ডাঃ সিদ্ধেশ্বর মন্ডল, অ্যান্টি মায়াসমেটিক প্রেসক্রিপশনের উপর বক্তব্য রাখেন, ডাঃ শংকর পাল, অ্যাকিউট ডিজিজের উপর বক্তব্য রাখেন, ডাঃ বিপ্লব দাস, ডায়াবেটিস ও অন্যান্য রোগে হোমিওপ্যাথির গুরুত্বের উপর বক্তব্য রাখেন, ডাঃ দেবকুমার সরকার, হোমিওপ্যাথি দ্বারা নিরাময় করা কিছু জটিল রোগের উপর বক্তব্য রাখেন, ডাঃ এম এ কাইয়ুম।
এ ছাড়াও হোমিওপ্যাথিক চিকিৎসা জগতে অত্যান্ত অর্থবহ এই বৈজ্ঞানিক সেমিনারটি সর্ব্বাঙ্গীন সুন্দর ভাবে ফুটিয়ে তোলার ব্যাপারে বিশেষ ভূমিকায় ছিলেন, ডাঃ তৃষ্ণা পল, ডাঃ অসীম কুমার নাথ প্রমূখ।