বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি হলেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস ও চেয়ারম্যান হলেন জেলা পরিষদের সদস্য শ্যামল রায়
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি হলেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। তিনি বনগাঁর পৌরপিতা গোপাল শেঠের স্থলাভিসিক্ত হলেন। তৃণমুল কংগ্রেসের রাজ্য নেতৃত্বের সিদ্ধান্তে বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতির পদ থেকে গোপাল শেঠকে সরিয়ে বিধায়ক বিশ্বজিৎ দাসকে এবং বনগাঁ সাংগঠনিক জেলার চেয়ারম্যান শঙ্কর দত্তকে সরিয়ে শ্যামল রায়কে নবনিযুক্ত চেয়ারম্যান হিসাবে ঘোষণা করা হয়েছে।
জানা গেছে, বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা শ্যামল বাবু বর্তমানে জেলা পরিষদের সদস্য এবং বিশ্বজিৎ দাস তিন বারের বিধায়ক এছাড়াও দলের নিম্ন স্তরের জন প্রতিনিধি সহ রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে তাঁর। বনগাঁ সাংগঠনিক জেলাতে দলের নেতৃত্ত্বের এই পরিবর্তন তুমুল আলোচনার বিষয় বস্তু হয়ে দাড়িয়েছে বলে জানা যাচ্ছে।
তার কারন দলের উধ্বর্তন নেতৃত্ত্ব সরাসরি স্বীকার না করলেও গোটা বনগাঁ সাংগঠনিক জেলাতে দলের অভ্যন্তরে গোষ্টিদ্বন্দ মারন ভাইরাসের মতই বৃদ্ধি পাচ্ছিলো। যার কারনে বিগত বিধান সভাতে তৃনমোল কংগ্রেসের ফল আশানুরুপ হয়নি।
বনগাঁ সাংগঠনিক জেলার নতুন দ্বায়িত্ব প্রাপ্ত বিশ্বজিত দাস ও শ্যামল বাবুরা কি করেন এটাই দেখার। দলের একটা অংশ অবশ্য তাদেরকে আন্তরিক ভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো অব্যহত রেখেছে।