বনগাঁ সাংগঠনিক জেলা INTTUC -এর সেচ্ছায় রক্তদান শিবিরে রক্তদাতা ১০০০
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : বনগাঁ সাংগঠনিক জেলা INTTUC পক্ষ থেকে বুধবার বনগাঁ লোকনাথ মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এক সেচ্ছায় রক্তদান শিবির।
এই রক্তদান শিবিরে বিশিষ্ঠ জনেদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজ্য INTTUC সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সেচ ও জলপথ দপ্তর মন্ত্রী পার্থ ভৌমিক, পানিহাটির বিধায়ক নিৰ্মল ঘোষ, বাগদার বিধায়ক তথা
বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ দাস, বনগাঁর পৌর প্রধান গোপাল শেঠ, রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি দেবাশীষ গাঙ্গুলী, বনগাঁ সাংগঠনিক জেলা INTTUC সভাপতি
নারায়ণ ঘোষ সহ সাংগঠনিক জেলা INTTUC নেতৃত্ব ও তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। জানা গেছে, এই রক্তদান শিবিরে ১০০০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।