বনগাঁ স্টেশনে বৃক্ষ আদান-প্রদান উৎসব থেকে সচেতনতার বার্তা ছড়িয়ে দিলেন সমাজসেবীরা

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক :- সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে বনগাঁ স্টেশনে অনুষ্ঠিত হলো এক অনন্য বৃক্ষ আদান-প্রদান উৎসব। দিনভর কর্মসূচিতে সাধারণ মানুষ, যাত্রী এবং স্থানীয় নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক পিন্টু সমাদ্দার, সমীর রায়, স্মৃতি বিশ্বাস প্রমুখ সমাজপ্রিয় ব্যক্তিত্ব।

বিশেষ ভূমিকা পালন করেন বনগাঁ স্টেশনের স্টেশন মাস্টার এবং আরপিএফের ইনস্পেক্টর, যিনি শুধু প্রশাসনিক দায়িত্বেই সীমাবদ্ধ থাকেননি, বরং একজন সক্রিয় সমাজসেবক হিসেবেও সকলের প্রশংসা কুড়িয়েছেন। এদিন পথচলতি সাধারণ মানুষের হাতে বিভিন্ন প্রজাতির চারা গাছ তুলে দেওয়া হয়।

পরিবেশ রক্ষার অঙ্গীকারে স্টেশনের প্রাঙ্গণে ইনস্পেক্টর সাহেবের উদ্যোগে রুদ্রাক্ষের একটি চারা রোপণ করা হয়। ইনস্পেক্টর সাহেব জানান, আগামী দিনে তিনি আরো বেশি করে সচেতনতা-মূলক কর্মসূচি হাতে নিতে চান এবং প্রয়োজনে মানুষের পাশে দাঁড়াতে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন।

তাঁর এই ঘোষণা উপস্থিত সকলকে অনুপ্রাণিত করে। সব মিলিয়ে, বনগাঁ স্টেশনের এই উদ্যোগ কেবলমাত্র বৃক্ষরোপণের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং পরিবেশ সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল বার্তা রেখে গেল।










