বনগাঁ হোমিওপ্যাথি ডক্টরস্ ক্লাবের উদ্যোগে বনগাঁ পৌরসভার ‘চন্দ্রিকা হলে’ অনুষ্টিত হল হোমিওপ্যাথিক সেমিনার
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : আজ বনগাঁ পৌরসভার ‘চন্দ্রিকা অডিটোরিয়ামের’ ড. এ. চ্যাটার্জি স্মৃতি মঞ্চে অনুষ্টিত হল বনগাঁ হোমিওপ্যাথি ডক্টরস্ ক্লাবের হোমিওপ্যাথিক সেমিনার।
উক্ত ক্লাবের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এ বছরেও বনগাঁ মহকুমার শতাধিক হোমিওপ্যাথি ডাক্তারদের অংশ গ্রহনে অনুষ্টিত হল এই বার্ষিক সেমিনাটি।
সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে সেমিনারটি। ডাঃ রাধাগোবিন্দ বাছাড়ের বাঁশির সুর দিয়ে অনুষ্ঠানটির শুভ সূচনা হয়। হোমিওপ্যাথির জনক মহত্যা হ্যানিম্যান ও ডাঃ এ. চ্যাটার্জির প্রতিকৃতিতে মাল্যদান ও পূষ্পার্ঘ্য নিবেদন সহ অতিথি বরনের মাধ্যমে মুল অনুষ্ঠান শুরু হয়।
বরন করে নেওয়া হয় ক্লাব সদস্যদের পাশাপাশি অতিথি বেঙ্গল একাডেমি অফ অ্যাপ্লায়েড হোমিওপ্যাথির চেয়ারম্যান ডাঃ বিশ্বজিৎ বসু, প্রফেসর ডাঃ অলোক কুমার ঘোষ, প্রফেসর ডাঃ শুভাশীষ গাঙ্গুলি প্রমূখ সহ বাগদা হোমিওপ্যাথি মেডিক্যাল ফোরামের সভাপতি বাগদার বিশিষ্ট হোমিও চিকিৎসক উত্তম কুমার সাহাকেও।
বরন পর্ব শেষে নির্ধারিত বিষয়ের উপর বক্তব্য রাখেন,বেঙ্গল একাডেমি অফ অ্যাপ্লায়েড হোমিওপ্যাথির চেয়ারম্যান ডাঃ বিশ্বজিৎ বসু, প্রফেসর ডাঃ অলোক কুমার ঘোষ, প্রফেসর ডাঃ শুভাশীষ গাঙ্গুলি প্রমূখ।
এছাড়াও বনগাঁ হোমিওপ্যাথি ডক্টরস্ ক্লাবের বিশিষ্ট ডাক্তারবাবুদের মধ্যে উপস্থিত ছিলেন, ডাঃ রামপ্রসাদ রায়, ডাঃ অসিম কুমার নাথ, ডাঃ বিকাশ মন্ডল, ডাঃ বিকাশ হালদার, ডাঃ দীনেশ মন্ডল প্রমূখ।