জেলার খবরবিনোদন

বর্ণমালা’র কবি প্রণাম রবীন্দ্র নজরুল সন্ধ্যা

পারফেক্ট টাইম নিউজ পোর্টাল থেকে নীরেশ ভৌমিকের রিপোর্ট : চাঁদপাড়া, ঠাকুরনগর বর্ণমালা’র আয়োজনে পালিত হলো “কবি প্রণাম, রবীন্দ্র নজরুল সন্ধ্যা।”প্রকৃতির মুক্ত মঞ্চে বর্ণমালা প্রাঙ্গণ রবীন্দ্র ভাবনায় সাজানো হয়। চারিদিকে সাধারণ মানুষের মাঝে ধ্বনিত হয় রবীন্দ্র নজরুল চেতনা; অপূর্ব মাহেন্দ্রক্ষণ। বিশিষ্ট নৃত্য শিল্পী তন্ময় প্রসাদের নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানে শুভ সূচনা ঘটে।

প্রদীপ প্রজ্জালন করেন নাট্যকার বিশ্বনাথ ভট্টাচার্য। “বর্তমানে রবীন্দ্রনাথ এবং নজরুলের প্রাঙ্গিকতা” শীর্ষক আলোচনা সভার প্রধান বক্তা ছিলেন নাট্যকার বিশ্বনাথ ভট্টাচার্য এবং বাচিক শিল্পী অলোকান্দ বসু। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে ” ছুটি” নাটকটি দর্শক নন্দিত হয়েছে।নাট্যরূপ এবং নির্দেশনা দিয়েছেন- ইন্দ্রনীল ঘোষ।

সময় এবং দর্শকের কথা মাথায় রেখে পরিচালক ইন্দ্রনীল নাটকে অনেক পরিবর্তনের চেষ্টা করেছেন। ফটিকের চরিত্রে- জয়দীপ এবং মাখনের চরিত্রে সুকৃত অনবদ্য। অন্যদের অভিনয় নজর কেড়েছে। কয়েকটি দৃশ্য দর্শক হৃদয়কে আলোড়িত করে। মূখ্য নৃত্য পরিচালক তন্ময় প্রসাদ এবং পূজার বিশ্বাসের সহযোগে সামগ্রিক নৃত্যানুষ্ঠানটি প্রানবন্ত হয়ে ওঠে।

বর্ণমালা’র নাট্য পরিচালক ইন্দ্রনীল বাবু বলেন- ” রবীন্দ্রনাথ প্রকৃতির মুক্ত পরিবেশে শিশুদের গড়ে তোলার চেষ্টা করেন।তেমনভাবে বর্ণমালা সারা বছর প্রকৃতির সাথে শিক্ষার্থীদের সংস্কৃতির মেলবন্ধন ঘটানো চেষ্টা করে।” নৃত্য, সংগীত, বক্তৃতা, আবৃত্তি এবং নাটকের মাধ্যমে রবীন্দ্রনাথ এবং নজরুলের সৃজনকর্ম তুলে ধরা হয়। সামগ্রিক অনুষ্ঠানের সঞ্চালনা করে প্রদীপ ভট্টাচার্য।কবি প্রণাম অনুষ্ঠানে দূরদূরান্তের গ্রামের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *