জেলার খবর

বর্ণমালা লোকউৎসবে নাটকের সমাহার

পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার নীরেশ ভৌমিক : চাঁদপাড়া, সম্প্রতি ষষ্ঠ বর্ষীয় “বর্ণমালা লোক উৎসব ” অনুষ্ঠিত হলো ঠাকুরনগরের বর্ণমালা প্রাঙ্গণে। তিন দিনের এই উৎসবের উদ্ভোধক ছিলেন রাজ্য একাদেমির সদস্য সচিব ডঃ হৈমন্তী চট্রোপাধ্যায়। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্য একাদেমির সদস্য আশীষ চট্টোপাধ্যায়।উপস্থিত ছিলেন গাইঘাটা ব্লকের স্বাস্থ্য আধিকারিক সুজন গাইন এবং সমাজকর্মী নরোত্তম বিশ্বাস।

অনুষ্ঠানে “বর্ণমালা স্মারক সন্মাননা “জ্ঞাপন করা হয় কবি সাহিত্যিক বিভাস রায়চৌধুরী এবং নৃত্য শিল্পী বনানী বসুকে।অনুষ্ঠানের উদ্ভোধনী নৃত্যে ছিলেন তন্ময় প্রসাদ।বর্ণমালা’র নৃত্যগুরু তন্ময় প্রসাদ এবং পূজা বিশ্বাসের পরিচালনায় “আমার নৃত্য ; আমার অস্তিত্ব ” শীর্ষক নৃত্যানুষ্ঠানে শাস্ত্রীয় নৃত্য পরিবেশিত হয়।

নাট্যকার ইন্দ্রনীল ঘোষ পরিচালিত ” নসীব” নাটকটি দর্শকদের আলোড়িত করেছে।সুন্দর ও সুস্থ জীবন গঠনে এবং প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টিতে নৃত্য, অঙকন,সংগীত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।পরিবেশ নিয়ে সচেতন করতে, প্রতিযোগিদের হাতে চারাগাছ তুলে দেওয়া হয়।দোকানদারেরা বিভিন্ন পসার সাজিয়ে বসেন : কেনাকাটার জন্যে মানুষের ঢলে মিলনক্ষেত্রে পরিনত হয়।

বেলঘরিয়া অঙ্গনের পরিবেশনায়,অভি সেনগুপ্তের নাটক ” স্বাধীনতা কাকে বলে “,সঞ্জয় আচার্যের পরিচালনায় ” কুহক তন্ত্র”নাটকটি সফলভাবে মঞ্চস্থ হয়। লোকউৎসবের শেষের দিন নাট্য বিষয়ক আলোচনার আয়োজন করা হয়।আলোচনায় অংশগ্রহন করেন নাট্যকার মুরারি মুখোপাধ্যায়, জীবন অধিকারী এবং ইন্দ্রনীল ঘোষ।দক্ষিনেশ্বর কোমল গান্ধারের পরিবেশনায় ” ফিটিং” নাটকটি দর্শকদের মুগ্ধ করেছে।

সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুনীজন, সংস্কৃতিপ্রেমী মানুষ এবং সাংবাদিক ভাইয়েরা উপস্থিত ছিলেন।।বর্ণমালা’ র কর্ণধার ইন্দ্রনীল ঘোষের কথায় ” সামাজিক দায়বদ্ধতার থেকে, রক্তদান শিবির,দুস্থ ছাত্র-ছাত্রীদের পাশে থাকা, চারাগাছ বিতরণ,সহ সারাবছর বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে নাট্যপ্রেমী মানুষদের এক ছাদের তলায় নিয়ে আসতেই বর্ণমালা’র এই প্রয়াস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *